বাংলা

আপন আলোয়-৯৪

CMGPublished: 2022-11-11 15:49:41
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অন্তরঙ্গ আলাপন

রবীন্দ্রসংগীত ও সুস্থ সংস্কৃতির প্রসারে আমি দায়বদ্ধ: দুলাল পোদ্দার

আপন আলোয় ৯৪তম পর্বে অতিথি রবীন্দ্রসংগীত শিল্পী, প্রশিক্ষক ও সংগঠক দুলাল পোদ্দার

রবীন্দ্রসংগীত শিল্পী, প্রশিক্ষক ও সংগঠক দুলাল পোদ্দার। বাংলাদেশ বেতার ও টেলিভিশনে এ গ্রেডের তালিকাভুক্ত শিল্পী তিনি।

চাঁদপুরের মতলবের শোভা সঙ্গীতায়নের পরিচালক ও প্রশিক্ষক এবং জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, মতলব শাখার সভাপতি দুলাল পোদ্দার।

পেশাগত জীবনে মতলবের নারায়ণপুর ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক দুলাল পোদ্দার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সংগীত ও ভাষাতত্ত্বে যথাক্রমে স্নাতক ও এম এ ডিগ্রি লাভ করেন। বুলবুল ললিতকলা একাডেমি থেকে রবীন্দ্রসংগীতে কোর্স সম্পন্ন করেন তিনি।

আপন আলোয় অনুষ্ঠানে মাহমুদ হাশিমের মুখোমুখি রবীন্দ্রসংগীত শিল্পী দুলাল পোদ্দার

তাঁর সংগীতগুরুদের মধ্যে রয়েছেন, ওয়াহিদুল হক, সনজীদা খাতুন, নীলোৎপল সাধ্য, সাদী মহম্মদ, সাজেদ আকবর ও সালমা আকবর।

সংগীতে অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সম্মাননা লাভ করেছেন দুলাল পোদ্দার।

চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে মতলবে তাঁর সাংগঠনিক কার্যক্রম নিয়ে বললেন দুলাল পোদ্দার। রবীন্দ্রসংগীত ও সুস্থ সংস্কৃতির প্রসারে কাজ করতে তিনি দায়বদ্ধ বলে মনে করেন সংগীতজ্ঞ ওয়াহিদুল হকের আশীর্বাদধন্য এ শিল্পী।

সিএমজি বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla এবং ইউটিউব লিঙ্ক youtube.com/cmgbangla তে গিয়েও আমাদের অনুষ্ঠান সম্পর্কে জানাতে পারেন আপনার মূল্যায়ন।

পরবর্তী অনুষ্ঠানে আমরা বাংলাদেশ-চীনের সংস্কৃতিক অঙ্গনের আরো কিছু খবর এবং গুণিজনের অন্তরঙ্গ আলাপন নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন।

অনুষ্ঠান পরিকল্পনা ও সাক্ষাৎকার গ্রহণ: মাহমুদ হাশিম

প্রতিবেদন: শান্তা মারিয়া।

অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn