বাংলা

প্রেমের কবি শেন ইয়ুয়ে

CMGPublished: 2022-10-21 18:35:51
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

প্রাচীন চীনের একজন বিখ্যাত কবি, সংগীতজ্ঞ, ইতিহাসবিদ এবং রাজনীতিবিদ ছিলেন শেন ইয়ুয়ে। তার আরেকটি নাম সিউওয়েন। তিনি লিউ সং রাজবংশ, দক্ষিণ ছি রাজবংশ এবং লিয়াং রাজবংশের সম্রাটদের অধীনে দরবারে কাজ করেছেন। শেন ইয়ুয়ের জন্ম ৪৪১ এবং মৃত্যু ৫১৩ খ্রিস্টাব্দে।

লিয়াং রাজবংশের সময়কার বিখ্যাত বিদ্যান ছিলেন শেন ইয়ুয়ে। তিনি প্রথম গানের একটি সুর কাঠামো নির্ধারণ এবং সংগীতের শ্রেণীবিভাগ করেন। তিনি সংগীত বিশেষজ্ঞ হিসেবে বিশেষ খ্যাতিমান ছিলেন।

শেন ইয়ুয়ে প্রেমের কবিতার জন্য বিখ্যাত। তিনি প্রাচীনকালে প্রচলিত কবিতার সংগ্রাহকও ছিলেন। ফলে তার কাছ থেকে চীনের লোক সংগীত ও কবিতারও পরিচয় পাওয়া যায়। হান রাজবংশের সময়কার গীতিকবিতা ও বীরগাঁথা ধরনের কবিতাকে তিনি প্রথম ইয়ুয়েফু নামে বিশেষায়িত করেন।

শেন ইয়ুয়ে দরবারের প্রভাবশালী রাজনীতিক ছিলেন। সেজন্য অনেক সময় বিতর্কিতও হয়েছিলেন। তাকে একজন রাজপুত্র সিয়াও বাওরোংয়ের মৃত্যুর জন্য দায়ী মনে করা হতো। শেন ইয়ুয়ে সম্রাট উকে পরামর্শ দিয়েছিলেন অন্য রাজবংশের রাজপুত্র সিয়াও বাওরোংকে খুব বেশি বিশ্বাস করে বিপদ না ডাকার জন্য। এই কথার পর সম্রাট সিয়াওকে মৃত্যুদণ্ড দেন।

একবার অসুস্থ অবস্থায় শেন ইয়ুয়ে মৃত সিয়াওকে স্বপ্নে দেখেন। পরে তিনি পুরোহিতের মাধ্যমে সিয়াওর প্রেতাত্মার কাছে সংবাদ পাঠান যেন মৃত্যুর জন্য তাকে দোষী মনে না করা হয়।

শেন ইয়ুয়ে তার তীুব্র প্রেমের কবিতাগুলোর জন্য চিরায়ত চীনা সাহিত্যে অমরত্ব পেয়েছেন।

তার একটি বিখ্যাত কবিতা হলো ওয়াং সিইউয়ানের চাঁদ বিষয়ক কবিতার উত্তর

‘প্রস্ফুটিত চাঁদ দেখছে স্থির রাত্রিকে

আগ্রাসী ধূলিকে মুছে দিচ্ছে নিষ্কম্প রাত

চারকোণা স্তম্ভের পাশে বন্ধ দরজা

ফাটল দিয়ে আসা আলোতে তৈরি হচ্ছে গোলাকার ছায়া

সুউচ্চ টাওয়ারে বধূ আকুলভাবে প্রতীক্ষারত

লুকোনো প্রকোষ্ঠে এখনো হয়নি ভোর

সেই বিশুদ্ধ আলোকরশ্মি

আর কতদূরে তারা।’

শেন ইউয়ানের প্রেমের কবিতা চিরায়ত চীনা সাহিত্যে একেবারেই স্বতন্ত্র অবস্থানে রয়েছে তার কামনাময় প্রেমের উপস্থাপন ও মর্মান্তিক বিরহ চিত্রের জন্য।

প্রতিবেদন: শান্তা মারিয়া।

অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া।

Share this story on

Messenger Pinterest LinkedIn