সংস্কৃতির আলো শিক্ষাতে ছড়িয়ে দিতে কাজ করে যাবো আমরা: শর্মিলা বন্দ্যোপাধ্যায়
ছবি: আপন আলোয় ৯১তম পর্বের অতিথি খ্যাতিমান নৃত্যশিল্পী, নৃত্যশিক্ষক ও কোরিওগ্রাফার শর্মিলা বন্দ্যোপাধ্যায়
এক.
অনেকে এবার আমার কাছে প্রস্তাবও দিয়েছে যে, আপনি নাচটাকে একটু শক্তহাতে ধরেন- বিশেষ করে আমাদের লোকনৃত্য নিয়ে একটু কাজ করেন। সারা বাংলাদেশে নাচের প্রচার-প্রসারটা যেন অনেক বেশি হয়।
শুধু নাচ কেন? আমার মনে হয়, সম্মিলন পরিষদে আমরা নাচ-গান, আবৃত্তি, নাটক কিংবা নানা রকম পাঠের যে ব্যাপারগুলো আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি।
দুই.
আমাদের (রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদে) একটা সম্পাদকমণ্ডলী আছে। একজন সাধারণ সম্পাদক আর ৭ জন সম্পাদক। আমরা সবাই মিলে কাজ করছি দীর্ঘদিন ধরে। তা আমার শুধু মনে হচ্ছে আমার পদটা পরিবর্তন হয়েছে- সাধারণ সম্পাদক- কাজের ক্ষেত্র তো একই থাকছে।
আমরা সবাই মিলে সনজীদা আপা, আতিউর ভাই, সারোয়ার আলী, মফিদুল ভাই- ওনাদের নির্দেশনায় আমরা কাজগুলো করে যাচ্ছি, ওনাদের চিন্তাধারাটুকু নিয়ে। তো আমরা সেভাবেই কাজটা করে যাবো সংস্কৃতির আলোটা আমরা যাতে শিক্ষাতে ছড়িয়ে দিতে পারি।
ছবি: জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আপন আলোয় অনুষ্ঠানে নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানান উপস্থাপক মাহমুদ হাশিম।
চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের নৃত্যভাবনা ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে বললেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক, বরেণ্য নৃত্যশিল্পী, নৃত্যশিক্ষক ও কোরিওগ্রাফার শর্মিলা বন্দ্যোপাধ্যায়।
(সংক্ষিপ্ত পরিচিতি: শর্মিলা বন্দ্যোপাধ্যায়
বাংলাদেশের প্রথিতযশা নৃত্যশিল্পী, নৃত্যশিক্ষক ও কোরিওগ্রাফার শর্মিলা বন্দ্যোপাধ্যায়।
সদ্যসমাপ্ত জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদে ৪০তম সম্মেলনে ঐতিহ্যবাহী এ সংগঠনটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শর্মিলা বন্দ্যোপাধ্যায়। ছায়ানট সংগীতবিদ্যায়তনের নৃত্যবিভাগের প্রধান তিনি। নৃত্যনন্দন স্কুল ও দলের প্রতিষ্ঠাতা-পরিচালক শর্মিলা বন্দ্যোপাধ্যায়।
আইসিসি স্কলারশিপ নিয়ে বিশ্বভারতীতে নৃত্যকলায় উচ্চশিক্ষা গ্রহণের পর ভারতে বরেণ্য নৃত্যগুরুদের কাছে তিনি মণিপুরি, কথাকলি, ওড়িশী, ভরতনাট্যম, ছৌ, রায়বেঁশেসহ বিভিন্ন ধারার নৃত্যশিল্পে বিশেষ প্রশিক্ষণ লাভ করেন।
গত পাঁচ দশকের বেশি সময় ধরের দেশের নৃত্যক্ষেত্রে অন্যতম প্রধান নাম শর্মিলা বন্দ্যোপাধ্যায়। নৃত্যের বিভিন্ন ধারায় তার কাজ বিপুল। মঞ্চ-টেলিভশন, দেশে-বিদেশে তারঁ নৃত্য পরিবেশনা ও প্রশিক্ষণ উচ্চ প্রশংসিত হয়ে আসছে।
মুক্তিযুদ্ধের সময় মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থায় কণ্ঠশিল্পী ছিলেন তিনি।
নৃত্যকলায় অবদানের স্বীকৃতি হিসেবে কলকাতার মনিপুরী নর্তনালয় থেকে নর্তনবিশারদ উপাধি লাভ করেন তিনি। চট্টগ্রামে স্বাধীনতা পদক, মেরিল প্রথম আলো পুরস্কার, মহিলা পরিষদ সম্মাননা, শিল্পকলা একাডেমির শিল্পকলা পদকসহ দেশবিদেশে অসংখ্যক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন শর্মিলা বন্দ্যোপাধ্যায়।)
অনুষ্ঠান পরিকল্পনা ও সাক্ষাৎকার গ্রহণ: মাহমুদ হাশিম
অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া।