বাংলা

চিরায়ত চীনা কবি: কাও ছি

cmgPublished: 2022-10-14 19:12:44
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ছবি: কবি কাও ছি

কাও ছি ছিলেন এক ভাগ্যহত কিন্তু অসাধারণ প্রতিভাবান কবি। মিং রাজবংশের শাসনের প্রথম দিকের কবি তিনি। তাকে বলা হয় মিং কবিতার অন্যতম সেরা কবি। তিনি চিতি, ছিংছিউচি নামেও পরিচিত।

কাও ছির জন্ম ১৩৩৬ সালে। সুচৌ শহরের কাছে ছোট্ট মফস্বল শহর পুলিতে। তার জন্মস্থানের পাশ দিয়ে বয়ে গেছে উসং নদী। তিনি অভিজাত পরিবারের সন্তান ছিলেন। ইউয়ান রাজবংশের পতন এবং মিং রাজবংশের সূচনা পর্বের সময়কার অনেক রাজনৈতিক উত্থান পতন তার জীবনকে প্রভাবিত করেছিল।

মিং রাজবংশের প্রতিষ্ঠাতা সম্রাট হোং উর শাসনামলে কাও ছি দরবারে কাজ পান। তাকে ইউয়ান রাজবংশের সময়কার ইতিহাস লিখতে আদেশ দেয়া হয়। এই কাজ তিনি বেশ সাফল্যের সঙ্গে সমাপ্ত করেন। এরপর তাকে উপ অর্থমন্ত্রীর পদে পদোন্নতি দেয়া হয়। অর্থ বিষয়ে তার কোনো অভিজ্ঞতা ও জ্ঞান নেই একথা বলে তিনি এই পদ প্রত্যাখ্যান করেন। দরবারের কাজ ছেড়ে দিয়ে তিনি পুলি টাউনের ব্লু হিল পাহাড়ে চলে যান এবং সেখানে শিক্ষকতা করে জীবিকা নির্বাহ করতে থাকেন। রাজকীয় মন্ত্রীর পদ প্রত্যাখ্যান করায় সম্রাট হোং উ কবির উপর চটে যান। তিনি মনে করেন কাও ছি রাজকার্যে অসহযোগিতা করছেন। ১৩৭৪ সালে তাকে বিদ্রোহের ষড়যন্ত্রকারী হিসেবে অপবাদ দিয়ে মৃত্যুদণ্ড দেয়া হয়। আদেশ দেয়া হয় যেন তাকে আট টুকরো করে হত্যা করা হয়। তখন কাও ছির বয়স ছিল মাত্র ৩৯ বছর।

তবে কবিকে হত্যা করা হলেও তার কবিতাকে মুছে ফেলা যায়নি। কাও ছির একটি বিখ্যাত কবিতা হলো ফার্ম হাউজ বা খামার বাড়ি।

খামার বাড়ি

আমি একটি চরকার শব্দ শুনতে পাচ্ছি

মিশে যাচ্ছে প্রবাহিত জলের ধ্বনির সঙ্গে

দেখতে পাচ্ছি একটি কাঠের সাঁকো

বসন্তের শুরুতে কিছু পাতাহীন গাছ

কোথা থেকে এত সুরভি ভেসে আসছে বাতাসে?

আহ, আমার প্রতিবেশী বিকেলের চা তৈরি করছে!

এই কবিতায় যে শান্তিপূর্ণ জীবনের ছবি ফুটে ওঠে সেটাই কাও ছির কবিতার মূল বৈশিষ্ট্য। তিনি চিরায়ত চীনা সাহিত্যের অন্যতম সেরা কবি হিসেবে গণ্য।

প্রতিবেদন: শান্তা মারিয়া।

অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া।

Share this story on

Messenger Pinterest LinkedIn