বাংলা

কবি সাও সাও: শিল্প চর্চা ও সমরে সমানভাবে পারদর্শী ছিলেন যিনি

CMGPublished: 2022-09-30 20:32:07
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

তবু তার জীবনের সীমা রয়েছে।

যদিও ডানাবিশিষ্ট সর্পরা ওড়ে কুয়াশাচ্ছন্ন্ আকাশে

তবু শেষ পর্যন্ত তারা ধুলো এবং ছাইতে পরিণত হয়।

একটি বৃদ্ধ যুদ্ধের ঘোড়া আস্তাবলে বাঁধা থাকলেও

সে ছুটতে চায় হাজার লি পথ।

একজন মহৎ-হৃদয় মানুষ বৃদ্ধ হলেও

তার গর্বিত উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করেন না।

মানুষের আয়ু দীর্ঘ হোক বা স্বল্প,

শুধুমাত্র স্বর্গের ইচ্ছার উপর তা নির্ভর করে না;

যে ভালো খায় এবং প্রফুল্ল থাকে

অনেক বৃদ্ধ বয়স পর্যন্ত বাঁচতে পারে।

আমি তাই আনন্দিত মনে

গুনগুন করে গাই এই গান।

প্রাচীন চীনা ইতিহাস এবং সাহিত্যে সাও সাও এক বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। তিনি আধুনিক সাহিত্য এবং কম্পিউটার গেমের জগতেও দারুণ জনপ্রিয় এক চরিত্র। তাকে ঘিরে নির্মিত হয়েছে অনেক চলচ্চিত্র।

প্রতিবেদন: শান্তা মারিয়া।

অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn