বাংলা

চায়না আর্ট ফেস্টিভ্যালের বর্ণাঢ্য উদ্বোধনী

CMGPublished: 2022-09-10 20:11:37
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ছবি: চায়না আর্ট ফেস্টিভ্যালে সংগীত পরিবেশন করছেন শিল্পীরা।

চায়না আর্ট ফেস্টিভ্যাল চীনের সংস্কৃতি জগতে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। চলতি মাসের ১ তারিখে বেইজিংয়ে জমকালো উদ্বোধনীর মাধ্যমে শুরু হয় ১৩তম চায়না আর্ট ফেস্টিভ্যাল।

ন্যাশনাল সেন্টার ফর পারফরমিং আর্টস ভবনে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে। গত এক দশকে চীনের সাংস্কৃতিক অঙ্গনের অগ্রগতি তুলে ধরা হয় এ অনুষ্ঠানে। এ উদ্বোধনী গালা অনুষ্ঠানে গান, নাচ, অপেরাসহ চোখ ধাঁধানো বিভিন্ন পরিবেশনা ছিল। চায়না আর্ট ফেস্টিভ্যালে অপেরা, সংগীত, নৃত্য পরিবেশনের পাশাপাশি ক্যালিগ্রাফি, আলোকচিত্র, পেইন্টিং প্রদর্শনীও চলছে।

চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়, বেইজিং পৌর সরকার, থিয়ানচিন পৌর সরকার এবং হ্যপেই প্রাদেশিক সরকারের যৌথ উদ্যোগে আযোজিত হচ্ছে ১৩তম চায়না আর্ট ফেস্টিভ্যাল। বেইজিং, থিয়ানচিন এবং হ্যপেই প্রদেশের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হচ্ছে এ উৎসব।

এ বছরের উৎসবে পেশাদার মঞ্চ পরিবেশনার জন্য ওয়েনহুয়া সম্মাননা এবং অপেশাদার মঞ্চ পরিবেশনার জন্য ছুয়ানসিং সম্মাননা প্রদান করা হবে। ১ সেপ্টেম্বর শুরু হওয়া চায়না আর্ট ফেসিটভ্যাল চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

প্রতিবেদন: শান্তা মারিয়া

অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া।

Share this story on

Messenger Pinterest LinkedIn