বাংলা

তু মু: চিরায়ত ছন্দের কবি

cmgPublished: 2022-09-02 20:52:55
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চাকরিরত অবস্থাতেই ৮৫২ সালে তু মু মৃত্যুবরণ করেন। তিনি প্রাচীন চীনা গদ্য রচনা শি ফুতে পারদর্শী ছিলেন। তিনি একটু চাঞ্চল্যকর, গীতল চতুর্পদী কবিতার জন্য খ্যাতি পান। এগুলো কোন ঐতিহাসিক স্থান, ঘটনা বা প্রেম বিষয়ক। ছন্দ ও শব্দের নানা রকম খেলার জন্য খ্যাতি ছিল তার। তিনি শুধু ছোট ছোট চারলাইনের কবিতাই নয়, বড় বর্ণনামূলক কবিতাও লিখেছেন।

তু মুর একটি বিখ্যাত কবিতা হলো ছিংমিং ফেস্টিভ্যাল বা ছিংমিং চিয়ে। এটি চার পংক্তির কবিতা। এখানে ছিংমিং দিবস বিষয়ে লেখা হয়েছে। এখানে চীনের ছিং মিং দিবস বিষয়ে কিছু কথা বলি। ছিংমিং দিবস হচ্ছে চীনের একটি লোকজ উৎসব। এটি সমাধি পরিস্কার করণ উৎসব। চীনের একটি ঐতিহ্যবাহী উৎসব হলো ছিং মিং ফেস্টিভ্যাল। এদিন পূর্ব প্রজন্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হয়। এটি সাধারণত এপ্রিলের ৪, ৫ বা ৬ তারিখে হয়ে থাকে। এই দিনে অনেকে মৃত আত্মীয় স্বজনের সমাধিতে যান। সমাধির আগাছা ও ধুলাবালি পরিস্কার করেন। অনেকে সমাধিতে কাগজের তৈরি টাকার মতো ছবিযুক্ত কাগজ, খাদ্য সামগ্রী ইত্যাদিও উৎসর্গ করেন। শিশু ও তরুণদের মনে পরিবারের গুরুজনদের প্রতি শ্রদ্ধা তৈরি করার জন্য এটি গুরুত্বপূর্ণ একটি ফেস্টিভ্যাল। এ সময় পরিবারের সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয়। এটি মূলত চীনের লোকজ ধর্মের একটি উৎসব। এই সময় চীনের অনেক মানুষ নিজের গ্রামে তার বাবা মা অথবা দাদাদাদী, নানান নানীর কবর পরিস্কার করার জন্য এবং জীবিত বয়োবৃদ্ধ মানুষদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ফিরে আসে। এই ফিরে আসাকে নিয়েই তু মুর কবিতা ছিংমিং চিয়ে।

প্রতিবেদন: শান্তা মারিয়া

অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn