আপন আলোয়-৮৪
একসময় চট্টগ্রামে বইয়ের বড় দোকান ছিল কো-অপারেটিভ বুক সোসাইটি। ঢাকা, সিলেট ও করাচিতে এটির শাখা ছিল। প্রতিষ্ঠানটি এখনো আছে, তবে নিষ্প্রাণ বলা যায়।
চট্টগ্রামে বইঘরের মতো প্রতিষ্ঠান ছিল। বইঘর কিন্তু দুই বাংলার একটা সেরা প্রকাশনা সংস্থা। সেখান থেকে শামসুর রাহমানের বই যেমন বেরিয়েছে, সৈয়দ শামসুল হকের বই বেরিয়েছে, কলকাতা থেকে লীলা মজুমদারের বই বের হয়েছে, বঙ্কিম রচনাবলী প্রকাশিত হয়েছে। নান্দনিক বই ছিল ওগুলো; ডিজাইন করেছেন খালেদ চৌধুরী। পুর্ণেন্দু পত্রীর মতো শিল্পী কাজ করেছেন; কাইয়ূম চৌধুরী চট্টগ্রামে গিয়ে কাজ করেছেন। ফলে চট্টগ্রামের একটা ঐতিহ্য ছিল। নানা কারণে হারিয়ে যায় সেটা।