বাংলা

মিড-অটাম ফেস্টিভ্যালকে বরণ করে নিতে চলছে জোর প্রস্তুতি

cmgPublished: 2022-09-02 20:49:37
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মিড-অটাম ফেস্টিভ্যালের আর মাত্র ক’দিন বাকি। উৎসবকে বরণ করে নিতে এরই মধ্যে প্রস্তুত গোটা চীন।

মধ্য শরৎ উৎসব বা চোং ছিউ চিয়ে মূলত ফসল তোলার উৎসব। এ সময় হেমন্তের নতুন ফসল ওঠে কৃষকের ঘরে। চীনারা এ উৎসবকে কেন্দ্র করে পরিবারের সবাই একসঙ্গে হয়। বাহারি সুস্বাদু খাবারের আয়োজনের পাশাপাশি প্রার্থনা করে সমৃদ্ধ জীবনের জন্য।

প্রতিবছরের মতো এবারো ১০ সেপ্টেম্বর মিড-অটাম ফেস্টিভ্যাল গালা সম্প্রচার করবে চায়না মিডিয়া গ্রুপ CMG। গালা অনুষ্ঠানটি মধ্য-শরৎ উৎসবের পূর্ণিমা রাতে বিশ্বব্যাপী সম্প্রচারিত হবে।

পূর্ব চীনের সুচোও শহর। এটি একটি স্থান যেখানে সাংস্কৃতিক ঐতিহ্যের সমারোহ রয়েছে। এই সুচোও তার ঐতিহাসিক উদ্যান, কারুশিল্প ,ফিংতন বাদ্যযন্ত্র এবং নানা শিল্পের জন্য সুপরিচিত। এ সবের মধ্যে গালায় তিনটি ঐতিহ্যবাহী উপাদানকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই আসন্ন গালা উপলক্ষে চিয়াংসু প্রদেশের চাংচিয়াকং এবং সুচোওয়ের বিভিন্ন স্থানের চিত্রধারণ করা হয়েছে। এখানকার মুতু একটি প্রাচীন শহর, যার রয়েছে আড়াই হাজারেরও বেশি সময়ের পুরানো ইতিহাস।

এবারের গালায় তারকা শিল্পীদের তিনটি ক্লাসিক গান, ঐতিহ্যবাহী পোশাক ছিপাও পরিহিত ফ্যাশন শো এবং অভিনয় পরিবেশিত হবে।

উৎসবের পুরানো ঐতিহ্য, স্মৃতিচারণ, নাচ, অপেরা আর্ট , মিউজিক্যাল এবং স্কেচ কমেডির মতো বিচিত্র পারফরম্যান্স এ গালায় মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে। চীনা মূল ভূখণ্ড, হংকং, ম্যাকাও এবং তাইওয়ানের তারকা শিল্পীরা এতে অংশ নেবেন।

প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী।

Share this story on

Messenger Pinterest LinkedIn