নাট্যচর্চায় চট্টগ্রামের স্বকীয়তা রয়েছে: আহমেদ ইকবাল হায়দার
তিন.
কাজ যে একদম হচ্ছে না তা নয়। আমি আশা করি চট্টগ্রাম আবার দাঁড়াবে। আমরা এখন আইটিআই’র (ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট) সুবাদে দেখতে পাই যে, বাংলাদেশের থিয়েটার কিন্তু একটা ওয়ার্ল্ড প্রেক্ষাপটে একটা জায়গায় কিন্তু দাঁড়িয়েছে। আগে কিন্তু বাংলা নাটক বললে কলকাতার নাটকগুলোই আসতো। এখন কিন্তু বাংলাদেশের নাটকও আসে, আলাদাভাবে। আমরা এতটুকুতে সীমাবদ্ধ থাকতে চাই না। বাংলাদেশের নাটক একদিন অবশ্যই বড় জায়গায় যাবে।
চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে চট্টগ্রামে স্বকীয় ধারার নাট্যচর্চা, বর্তমান সংকট ও সম্ভাবনা এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের নাটকের অবস্থান নিয়ে বললেন চট্টগ্রামের তির্যক নাট্যদলের দলপ্রধান, একুশে পদক জয়ী নাট্যবক্তিত্ব আহমেদ ইকবাল হায়দার।
অনুষ্ঠান পরিকল্পনা ও সাক্ষাৎকার গ্রহণ: মাহমুদ হাশিম।
অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া।