বাংলা

বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

CMGPublished: 2022-08-19 14:27:52
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আর চলচ্চিত্র জগতের তারকাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

চীনের রাজধানী বেইজিংয়ে আয়োজন করা হয় এই চলচ্চিত্র উৎসবের ১২তম আসর। এ উৎসবে যোগ দেয় দেশ-বিদেশের চলচ্চিত্র জগতের রথী-মহারথীরা।

বেইজিং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বা BJIFF এর চোখ ধাঁধাঁনো উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয় একশরও বেশি সেরা তারকা ও চলচ্চিত্র নির্মাতারা। বেইজিংয়ের ইয়ানছি লেকের তীরে হয় এর উদ্বোধনী অনুষ্ঠান।

২০১১ সালে শুরু হওয়া এই উৎসবকে বিশ্ব চলচ্চিত্র আর চীনা চলচ্চিত্রের মধ্যে সংযোগ স্থাপনের গুরুত্বপূর্ণ মাধ্যম বলে বিবেচনা করা হয়। ক্রমবর্ধমান চীনা চলচ্চিত্র শিল্পের বাজারের প্রতি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে এই আয়োজন শুরু করে কর্তৃপক্ষ। তাতে সফলতাও এসেছে দারুণ।

চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত এই উৎসবের সম্মানজনক থিয়ানথান সম্মাননা পাওয়ার জন্য অংশ নেয় মোট ১৪৫০টি চলচ্চিত্র। এর মধ্যে চীনের বাইরে মোট ৮৮টি দেশ ও অঞ্চল থেকে অংশ নিয়েছে ১১৯৩টি চলচ্চিত্র। বিদেশি চলচ্চিত্র বৃদ্ধির এই সংখ্যা গত বছরের তুলনায় ৬৩ শতাংশ বেশি। মোট ১০টি ক্যাটাগরিতে দেওয়া হবে এই থিয়ানথান সম্মাননা।

১২তম বেইজিং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয় গত ১৩ আগস্ট। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এর পর্দা নামবে শনিবার।

প্রতিবেদন ও অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া।

Share this story on

Messenger Pinterest LinkedIn