বাংলা

নাচে গানে উদযাপিত লিউইয়ুয়ে লিউ উৎসব

cmgPublished: 2022-08-12 19:06:27
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নৃত্যের তালে তালে গোল হয়ে ঘুরছে অসংখ্য মানুষ। সড়কে চলছে চীনের ঐতিহ্যবাহী ড্রাগন নাচ। সেই ড্রাগনের দিকে ছোঁড়া হচ্ছে পানি। সমবেত জনতা খুব উৎসাহের সঙ্গে পানি ছুঁড়ছে এবং ড্রাগন নাচও চলছে গতিময় ভঙ্গিমায়।

এমন দৃশ্য সম্প্রতি চোখে পড়েছে দক্ষিণ পশ্চিম চীনের কুইচৌ প্রদেশের ছিয়ানতুংনান মিয়াও এবং তুং স্বায়ত্বশাসিত এলাকার চিয়ানহ্য কাউন্টিতে। এখানে অনুষ্ঠিত হচ্ছে মিয়াও জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী লিউইয়ুয়ে লিউ উৎসব।

সড়কে ড্রাগনের লম্বা কস্টিউম পরে শিল্পীরা ঘুরে ঘুরে নাচ পরিবেশন করেন। তাদের দিকে পানি ছিটানো হয় নানা রকম পিচকারির মাধ্যমে।

গ্রীষ্মের এই প্রচণ্ড তাপে পানি ছিটানোর এই খেলা পর্যটক ও শিল্পীরা খুব উপভোগ করেন। শিশুরাও খুবই উৎসাহের সঙ্গে এই খেলায় অংশ নেয়।

প্রতিবেদন: শান্তা মারিয়া।

অডিও সম্পাদনা: হোসনে মোবারক সৌরভ।

Share this story on

Messenger Pinterest LinkedIn