বাংলা

একটা অর্কেস্ট্রা গড়ার পরিকল্পনা নিয়ে এগুচ্ছি: দোলন কানুনগো

cmgPublished: 2022-08-12 19:10:01
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ছবি: মোহনবীণা বাদক দোলন কানুনগো।

এক.

৬০-এর দশক থেকে শুরু করে ৯০-এর দশক পর্যন্ত চট্টগ্রাম তথা বাংলাদেশেই গিটার চর্চা, যন্ত্রসংগীতের চর্চার বেশ ভালো প্রসার ঘটেছিল। ২০০০ সালের পর থেকে কেন জানি যন্ত্রসংগীতে চট্টগ্রামে একটু ভাটা আমি দেখেছি। এর মধ্যেই চট্টগ্রামে মোহনবীণা চর্চা করতে বেশ কিছু ছাত্রছাত্রী আমার কাছে এসেছিল। তার মধ্যে মুষ্টিমেয় কিছু খুব ভালো করেছে। কিন্তু সংখ্যাটা খুবই ছোট। যে পরিমাণে শিক্ষার্থী আসা উচিত ছিল যন্ত্রসংগীতে সে পরিমাণে আসেনি।

দুই.

ভারতের কথা যদি বলি সেখানে একটা বিশাল প্ল্যাটফর্ম আছে, সেখানে প্যাট্রোনাইজেশন আছে। সেখানে যারা বাজাচ্ছেন- বাজিয়েদের যন্ত্রসংগীত নির্ভর করে জীবনযাপনের সুযোগ আছে। তারা একে পেশা হিসেবে নিতে পারছেন। কিন্তু আমাদের দেশে এ ধরনের যন্ত্র, ক্লাসিক্যাল যন্ত্রকে পেশা হিসেবে নিয়ে এগিয়ে যাওয়া কিন্তু বিশাল চ্যালেঞ্জের ব্যাপার। এটাকে বেস করে, এর আর্নিংস থেকে যে জীবনযাপন করবে – এ বিষয়ে আমরা পিছিয়ে। যার ফলে অনেকে এলেও শেষ পর্যন্ত আগ্রহ হারিয়ে ফেলে।

তিন.

গত ৩০-৩৫ বছর আমি মোহনবীণা নিয়েই আছি। আমি নিজে বাজিয়ে যাচ্ছি। কিছু ছাত্রছাত্রী তৈরি করবার একটা বিষয় আছে। তবে আমার সবচেয়ে বড় চাওয়া সেটি হচ্ছে- চট্টগ্রাম থেকেই যন্ত্রের অর্কেস্ট্রা বাদন শুরু করেছিলেন আর্যসঙ্গীতের প্রতিষ্ঠাতা সুরেন্দ্রলাল দাস। অলইন্ডিয়া রেডিওতে উনিই প্রথম অর্কেস্ট্রা ঢুকিয়েছিলেন। জীবিতকালীন তিনি সেই অর্কেস্ট্রা চালিয়ে নিয়েছিলেন। তারপরে আর অর্কেস্ট্রাবাদন জোরালোভাবে হয়নি। একটা কম্বিনেশন করে আমি একটা অর্কেস্ট্রা সৃষ্টি করার চিন্তাভাবনা নিয়ে এগুচ্ছি। এটাই আমার পরবর্তী প্ল্যান।

চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে চট্টগ্রাম তথা বাংলাদেশে যন্ত্রসংগীত বিশেষ করে মোহনবীণা চর্চার বিষয়ে বললেন খ্যাতিমান মোহনবীণা বাদক দোলন কানুনগো। জানলেন একটি অর্কেস্ট্রা প্রতিষ্ঠার স্বপ্নের কথা। শুনিয়েছেন তাঁর মোহনবীণা।

অনুষ্ঠান পরিকল্পনা ও সাক্ষাৎকার গ্রহণ: মাহমুদ হাশিম।

অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া।

Share this story on

Messenger Pinterest LinkedIn