আপন আলোয়-৮১
তিন.
গত ৩০-৩৫ বছর আমি মোহনবীণা নিয়েই আছি। আমি নিজে বাজিয়ে যাচ্ছি। কিছু ছাত্রছাত্রী তৈরি করবার একটা বিষয় আছে। তবে আমার সবচেয়ে বড় চাওয়া সেটি হচ্ছে- চট্টগ্রাম থেকেই যন্ত্রের অর্কেস্ট্রা বাদন শুরু করেছিলেন আর্যসঙ্গীতের প্রতিষ্ঠাতা সুরেন্দ্রলাল দাস। অলইন্ডিয়া রেডিওতে উনিই প্রথম অর্কেস্ট্রা ঢুকিয়েছিলেন। জীবিতকালীন তিনি সেই অর্কেস্ট্রা চালিয়ে নিয়েছিলেন। তারপরে আর অর্কেস্ট্রাবাদন জোরালোভাবে হয়নি। একটা কম্বিনেশন করে আমি একটা অর্কেস্ট্রা সৃষ্টি করার চিন্তাভাবনা নিয়ে এগুচ্ছি। এটাই আমার পরবর্তী প্ল্যান।
চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে চট্টগ্রাম তথা বাংলাদেশে যন্ত্রসংগীত বিশেষ করে মোহনবীণা চর্চার বিষয়ে বললেন খ্যাতিমান মোহনবীণা বাদক দোলন কানুনগো। জানলেন একটি অর্কেস্ট্রা প্রতিষ্ঠার স্বপ্নের কথা। শুনিয়েছেন তাঁর মোহনবীণা।
সিএমজি বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla এবং ইউটিউব লিঙ্ক youtube.com/cmgbangla তে গিয়েও আমাদের অনুষ্ঠান সম্পর্কে জানাতে পারেন আপনার মূল্যায়ন।
পরবর্তী অনুষ্ঠানে আমরা বাংলাদেশ-চীনের সংস্কৃতিক অঙ্গনের আরো কিছু খবর এবং গুণিজনের অন্তরঙ্গ আলাপন নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন।
অনুষ্ঠান পরিকল্পনা ও সাক্ষাৎকার গ্রহণ: মাহমুদ হাশিম
অডিও সম্পাদনা ও প্রতিবেদন: তানজিদ বসুনিয়া।