বাংলা

ঐতিহ্যবাহী পোশাকের প্রতি আগ্রহ বাড়ছে চীনা তরুণদের

CMGPublished: 2022-08-05 15:44:35
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘দ্য জার্নি অফ আ লিজেন্ডারি ল্যান্ডস্কেপ পেইন্টিং’ একটি সাড়া জাগানো নৃত্যনাট্য। চীনের এ্কজন বিখ্যাত চিত্রশিল্পী ওয়াং সিমাং। সং রাজবংশের রাজত্বকালে ১০৯৬ সালে জন্ম গ্রহণকারী এই শিল্পীর মাস্টারপিস পেইন্টিং ‘এ প্যানোরমা অব মাউন্টেনস অ্যান্ড রিভারস’ নামের বিখ্যাত সৃষ্টির উপর এই নাটক।

এই নাটকের পর তরুণ সমাজে হান পোশাক ও ওই সময়ের ইতিহাস বিষয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। নৃত্যশিল্পীদের অনুশীলন, তাদের পরিবেশনা প্রাচীন শিল্প ও ইতিহাসের প্রতি এবং হানফু পোশাকের প্রতি সাধারণ মানুষকে আগ্রহী করে তুলেছে।

‘দ্যা জার্নি অফ আ লিজেন্ডারি পেইন্টিং’ এর প্রধান অভিনেতা চাং হান বলেন, “আমার চরিত্রটি সঠিকভাবে তুলে ধরার জন্য আমি ঐতিহ্যবাহী চীনা পেইন্টিং শিখেছি সেন্ট্রাল অ্যাকাডেমি অব ফাইন আর্টসের শিক্ষকের কাছ থেকে। আমি যখন প্রথম বার এতে অভিনয় করি তখনও আমি পেইন্টিং শিখি। গত বছর আমি এই পেইন্টিংয়ের প্রেমে পড়ে যাই।”

গত বছর আগস্টে এই নৃত্যনাট্যটির উদ্বোধনী শো এর পর থেকে এবং বসন্ত উৎসবের সময় সিএমজির স্প্রিং গালাতে পরিবেশনের পর এটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। মহান চীনা শিল্পী ওয়াং সিমাংয়ের ভূমিকায় অভিনেতা চাং হানও তারকা খ্যাতি পান। পাশাপাশি খ্যাতি পান অন্য শিল্পীরাও। ব্যাপক আগ্রহ সৃষ্টি হয় তাদের হানফু বা ঐতিহ্যবাহী চীনাপোশাক, সেই যুগের শিল্পকর্ম ও ইতিহাসের প্রতি।

থিয়েটার হলগুলোতে ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতির বিভিন্ন নিদর্শনের প্রতিও আগ্রহ প্রকাশ করছে সাধারণ মানুষ।

প্রতিবেদন: শান্তা মারিয়া।

অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া।

Share this story on

Messenger Pinterest LinkedIn