আপন আলোয়-৭৯
এ পর্বে অন্তরঙ্গ আলাপনে নজরুলসংগীত শিল্পী জয়ন্তী লালা।
চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য
ডিজিটাল জাদুঘর চালু করেছে চায়না মিডিয়া গ্রুপ
চীনের শিল্প সংস্কৃতি প্রেমীদের জন্য বড় এক সুখবর নিয়ে এসেছে বিশ্বের সবচেয়ে বড় মিডিয়া প্রতিষ্ঠান চায়না মিডিয়া গ্রুপ।
চীনা শিল্প সাহিত্যকে সবার মাঝে ছড়িয়ে দিতে সর্বাধুনিক প্রযুক্তির সহায়তায় ডিজিটাল কালচার অ্যান্ড আর্ট মিউজিয়াম নির্মাণ করেছে সিএমজি। সম্প্রতি বেইজিংয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এর উদ্বোধন করে চায়না মিডিয়া গ্রুপ।
সর্বাধুনিক প্রযুক্তির এই জাদুঘরের নাম দেওয়া হয়েছে 'ইয়াং পো' ডিজিটাল মিউজিয়াম। এই জাদুঘরে চীনের বর্ণাঢ্য সাংস্কৃতিক উপস্থাপনার পাশাপাশি রাখা হয়েছে বিখ্যাত সব জাদুঘর সম্পর্কে নানা তথ্য।
অন্তরঙ্গ আলাপন
নজরুল আর উচ্চাঙ্গসংগীতে এগিয়ে চট্টগ্রাম: জয়ন্তী লালা
ছবি: নজরুলসংগীত শিল্পী জয়ন্তী লালা।
এক.
শুধু প্রাতিষ্ঠানিকভাবে নয়, একসময় চট্টগ্রামে বিভিন্নজনের বাসায়ও উচ্চাঙ্গসংগীতের অনুষ্ঠান হতো। আস্তে আস্তে এগুলো স্তিমিত হয়ে গেছে। এখন সেরকমটা হয় না। বিভিন্ন প্রতিষ্ঠান এখন এটি করছে- যেমন, রক্তকরবী করছে, আমাদের আর্যসঙ্গীত হোলনাইট-সারারাতব্যাপী করছে। ঐতিহ্যিক ধারাটা এখনো বহমান রয়েছে।
দুই.
নজরুল চর্চা চট্টগ্রামে ভালো হচ্ছে। নজরুল ইনস্টিটিউট থেকে আদিসুরের যে গানগুলো প্রচার করা হচ্ছে সে গানগুলো আমি শিখাচ্ছি আর্যসঙ্গীতে, আমার সংস্থাতে, ব্যক্তিগতভাবেও আমি শিখাচ্ছি। বলতে হবে নজরুলের বেশ প্রচার আমাদের চট্টগ্রামে; এখানে কোনো দ্বিমত নেই। চট্টগ্রামে নজরুল এবং উচ্চাঙ্গসংগীত ভীষণভাবে এগিয়ে।
তিন.
যতদিন সুস্থ থাকবো নজরুলের চর্চা করবো। আদি যে রেকর্ডগুলো আছে সে গানগুলো আমার স্টুডেন্টদের শেখাবো- এটুকুন বলতে পারি। পরিবার থেকে না হলেও আমার স্টুডেন্টরা আমার পরম্পরা ধরে রাখবে।
চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের সংগীত জীবন ও চট্টগ্রামে নজরুল চর্চা বিষয়ে বললেন বরেণ্য নজরুলসংগীত শিল্পী ও শিক্ষক, বাংলাদেশ নজরুলসংগীত শিল্পী সংস্থা- চট্টগ্রামের সভাপতি জয়ন্তী লালা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এ শব্দসৈনিক স্মৃতিচারণ করেছেন মুক্তিযুদ্ধের দিনগুলোতে তাদের সাংস্কৃতিক লড়াইয়ের। শুনিয়েছেন সে সময়কার কিছু কালজয়ী গান। আর নজরুল সংগীত তো বটেই!
সিএমজি বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla এবং ইউটিউব লিঙ্ক youtube.com/cmgbangla তে গিয়েও আমাদের অনুষ্ঠান সম্পর্ক জানাতে পারেন আপনার মূল্যায়ন।
পরবর্তী অনুষ্ঠানে আমরা বাংলাদেশ-চীনের সংস্কৃতিক অঙ্গনের আরো কিছু খবর এবং গুণিজনের অন্তরঙ্গ আলাপন নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন।
অনুষ্ঠান পরিকল্পনা ও সাক্ষাৎকার গ্রহণ: মাহমুদ হাশিম
অডিও সম্পাদনা ও প্রতিবেদন: তানজিদ বসুনিয়া।