আপন আলোয়-৭৮
এ পর্বে অন্তরঙ্গ আলাপনে রবীন্দ্রসংগীত শিল্পী শীলা মোমেন।
চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য
উৎসব না থাকলেও এক সপ্তাহে চীনা চলচ্চিত্রের আয় ৯০০ কোটি টাকা
ছিলো না বসন্ত উৎসব কিংবা ড্রাগন বোট উৎসবের মতো বড় কোনো সামাজিক উৎসব। উৎসবের কোনো উপলক্ষ না থাকলেও গত সপ্তাহে দারুণ ব্যবসা করেছে চীনা চলচ্চিত্রগুলো।
মাত্র এক সপ্তাহেই ৬৫০ মিলিয়ন ইউয়ান ঘরে তুলে নিয়েছে চীনা চলচ্চিত্রগুলো। বাংলাদেশি টাকার হিসেবে তা ৯০০ কোটিরও বেশি।
বিশাল এই আয়ের মধ্যে বড় অংশ এসেছে হংকংয়ে নির্মিত ক্রাইম থ্রিলার 'ড "Detective vs Sleuths" চলচ্চিত্রটি। গেল সপ্তাহে মোট আয়ের ৩৫ শতাংশ এসেছে এই চলচ্চিত্র থেকে। দারুণ স্ক্রিপ্ট আর দক্ষ অভিনয়শৈলিতে দারুণভাবে চরিত্রগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে এই চলচ্চিত্রে। ফলে ব্যাপক প্রশংসাও পেয়েছে এই চলচ্চিত্র। এরই মধ্যে ৪০০ মিলিয়ন ইউয়ান ঘরেও তুলে নিয়েছে ক্রাইম সাসপেন্স ঘরনার এই চলচ্চিত্র।
অন্তরঙ্গ আলাপন
সবই ঢাকা কেন্দ্রিক, চট্টগ্রামের ভালো শিল্পীরাও ফোকাসড্ হন না: শীলা মোমেন
ছবি: রবীন্দ্রসংগীত শিল্পী শীলা মোমেন
এক.
চট্টগ্রামের একটা সাংগীতিক ঐতিহ্য আছে। চট্টগ্রামের অনেক পুরনো একটি উচ্চাঙ্গ সংগীতের প্রতিষ্ঠান আর্যসঙ্গীত- সুরেন দাশ ছিলেন এর প্রতিষ্ঠাতা। শাস্ত্রীয় সংগীতের একটি বড় প্রতিষ্ঠান এটি- পশ্চিমবঙ্গেও এটির নাম ছিল। তারপর প্রতিষ্ঠিত হয় সংগীত পরিষদ। এগুলো খুব প্রাচীন সংগীত প্রতিষ্ঠান এবং খুবই ঐতিহ্য ছিল এগুলোর। সেই পাকিস্তান আমলে শাস্ত্রীয় সংগীত সম্মেলন পর্যন্ত হয়েছে এই সংগীত প্রতিষ্ঠানগুলোতে।
দিনে দিনে, কালে কালে অনেক বড় শিল্পীরাও চট্টগ্রামে অবস্থান করেছেন। কলিম শরাফী একসময় চট্টগ্রামে ছিলেন, ওয়াহিদ ভাই চট্টগ্রামে ছিলেন। চট্টগ্রামের সংগীত অঙ্গনটি মোটামুটি জমজমাট ছিল, উচ্চমানের সংগীত চর্চা হয়েছে একসময়।