বাংলা

উৎসব না থাকলেও এক সপ্তাহে চীনা চলচ্চিত্রের আয় ৯০০ কোটি টাকা

CMGPublished: 2022-07-22 20:14:14
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ছিলো না বসন্ত উৎসব কিংবা ড্রাগন বোট উৎসবের মতো বড় কোনো সামাজিক উৎসব। উৎসবের কোনো উপলক্ষ না থাকলেও গত সপ্তাহে দারুণ ব্যবসা করেছে চীনা চলচ্চিত্রগুলো।

মাত্র এক সপ্তাহেই ৬৫০ মিলিয়ন ইউয়ান ঘরে তুলে নিয়েছে চীনা চলচ্চিত্রগুলো। বাংলাদেশি টাকার হিসেবে তা ৯০০ কোটিরও বেশি।

বিশাল এই আয়ের মধ্যে বড় অংশ এসেছে হংকংয়ে নির্মিত ক্রাইম থ্রিলার ‌'ড "Detective vs Sleuths" চলচ্চিত্রটি। গেল সপ্তাহে মোট আয়ের ৩৫ শতাংশ এসেছে এই চলচ্চিত্র থেকে। দারুণ স্ক্রিপ্ট আর দক্ষ অভিনয়শৈলিতে দারুণভাবে চরিত্রগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে এই চলচ্চিত্রে। ফলে ব্যাপক প্রশংসাও পেয়েছে এই চলচ্চিত্র। এরই মধ্যে ৪০০ মিলিয়ন ইউয়ান ঘরেও তুলে নিয়েছে ক্রাইম সাসপেন্স ঘরনার এই চলচ্চিত্র।

প্রতিবেদন: তানজিদ বসুনিয়া।

Share this story on

Messenger Pinterest LinkedIn