বাংলা

মহাদেব ঘোষ: নন্দিত শিল্পী, শিক্ষক ও সংগঠক

CMGPublished: 2022-07-08 20:08:43
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ছবি: শিল্পী মহাদেব ঘোষ

বাংলাদেশ বেতার ও টেলিভিশন বিশেষ গ্রেডভুক্ত শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক মহাদেব ঘোষ।

রবীন্দ্রসংগীত সংগঠন রবিরশ্মির প্রতিষ্ঠাতা ও বর্তমানে এর পরিচালক তিনি। বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থায় দায়িত্ব পালন করেছেন যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ হিসেবে।

বর্তমানে তিনি বুলবুল ললিত কলা একাডেমির (বাপা) উপাধ্যক্ষ ও রবীন্দ্রসংগীত বিভাগের সিনিয়র শিক্ষক। দীর্ঘ ৩৩ বছর তিনি অধ্যাপনা করেছেন কেরাণীগঞ্জের সরকারি ইস্পাহানি কলেজে।

রবীন্দ্রসংগীতের পাশাপাশি ডিএল রায়, অতুল প্রসাদ, রজনীকান্তের গান ও শ্যামা সংগীত করে থাকেন তিনি। হেমন্ত মুখোপাধ্যায়ের গানে রয়েছে তাঁর বিশেষ আগ্রহ। দেশের বেতার-টিভি-মঞ্চের পাশাপাশি আমন্ত্রিত হয়ে সংগীত পরিবেশন করেছেন ভারত, কুয়েত ও অস্ট্রেলিয়ায়।

বাংলাদেশ ও ভারত থেকে তাঁর ৭টি রবীন্দ্রসংগীতের অ্যালবাম বেরিয়েছে। সংগীতশিল্পী ও শিক্ষক হিসেবে দেশবিদেশে নানা সম্মাননায় ভূষিত হয়েছেন মহাদেব ঘোষ।

চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে স্মৃতিচারণ করেছেন তাঁর দীর্ঘ সংগীত জীবনের। স্মরণ করেছেন সংগীত গুরুদের। জানালেন রবিরশ্মির কার্যক্রম সম্পর্কে। আর রবীন্দ্রসংগীতের পাশাপাশি শুনিয়েছেন রজনীকান্ত আর হেমন্তের গান।

অনুষ্ঠান পরিকল্পনা ও সাক্ষাৎকার গ্রহণ: মাহমুদ হাশিম।

অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া।

Share this story on

Messenger Pinterest LinkedIn