সিপিসির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণিল কনসার্ট
ছবি: কনসার্টে সংগীত পরিবেশন করছেন শিল্পী
সুর লহরীর উত্তাল আওয়াজ। একই রঙের পোশাকে সারিবদ্ধ শিল্পীরা। একের পর এক চলছে বাদক দলের সুর তরঙ্গের খেলা।
চীনের কমিউনিস্ট পার্টির ১০১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সম্প্রতি বেইজিংয়ে এই কনসার্টের আয়োজন করা হয়।
সিপিসি কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগ, সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজনে কনসার্টটি অনুষ্ঠিত হয়। কনসার্টে বিভিন্ন স্তরের পাঁচ শো’র বেশি রাজনৈতিক কর্তাব্যক্তি উপস্থিত ছিলেন।
ক্লাসিক ও মৌলিক কিছু গানের মধ্য দিয়ে চীনা জাতির পুনর্জাগরণ এবং সিপিসি’র প্রচেষ্টার ইতিহাস উঠে আসে কনসার্টে। চীনে লাল রঙকে চেতনার বহিঃপ্রকাশ মনে করা হয়।
আর রিহার্সাল প্রক্রিয়াটি কেবল ক্লাসিক কাজের পর্যালোচনাই নয়, পার্টির ইতিহাস শেখার একটি অবিস্মরণীয় অভিজ্ঞতাও উল্লেখ করেছেন কনসার্টে পারফর্ম করা শিল্পীরা। এ প্রসঙ্গে শিল্পী লিয়াও চ্যাংইয়ং বলেন, ‘লাল আমাদের নতুন চীনের একটি সংজ্ঞায়িত রঙ। আজ, আমরা এ গানগুলো গাইছি যা লাল চীনের চেতনাকে প্রকাশ করে। আর এখানে অংশ নেয়ার অভিজ্ঞতাও ছিল দারুণ।’
কনসার্টে অংশ নেয়া শিল্পীরা কমিউনিস্ট পার্টিকে শুভ কামনা জানান। সিপিসি ভবিষ্যতে আরো ভালো করবে এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন তারা।
এই কানসার্টটি চায়না সেন্ট্রাল টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। চায়না মিডিয়া গ্রুপ সিএমজি এই অনুষ্ঠানটি সম্প্রচারে 4K/8K UHD প্রযুক্তি ব্যবহার করেছে।
প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী।
অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া।