বাংলা

মাতৃভূমিতে হংকংয়ের প্রত্যাবর্তনের ২৫তম বার্ষিকীতে মিউজিক ভিডিও

CMGPublished: 2022-07-02 18:53:52
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘উই উইল বি বেটার’ এই স্লোগান সামনে রেখে গেল সপ্তাহে একটি থিম সং প্রকাশ করেছে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি। চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের মাতৃভূমিতে প্রত্যাবর্তনের ২৫তম বার্ষিকী উপলক্ষে ভিডিওসহ এ গানটি প্রকাশ করা হয়।

গানটির গীতিকার ও সুরকার বিখ্যাত সংগীতশিল্পী খিত চ্যান সিউ-খেই এবং অ্যালান চেউং খ- শিং। এ গানে হংকংয়ের মানুষের আস্থা এবং প্রত্যাশাকে সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে।

গত ২৫ বছরে হংকং এর মূল ভূখণ্ডের প্রতি গভীর অনুভূতি থেকে অনুপ্রাণিত হয়ে, "সমুদ্র", "নদী" এবং "উপসাগরের" মতো গানের কথায় ৩০টিরও বেশি চীনা অক্ষর ব্যবহার করেন চ্যান। যা বৃহত্তর উপসাগরীয় অঞ্চলের আঞ্চলিক বৈশিষ্ট্যকে তুলে ধরে। এতে চেউং তার সৃষ্টির মাধ্যমে অধ্যবসায়ের সাথে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।

মিউজিক ভিডিওটিতে এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকা নির্বাহের নানা দৃশ্য রয়েছে। যার মধ্যে ২০১৮ সালে দক্ষিণ-পশ্চিম চীনের কুইচৌ প্রদেশে দারিদ্র্য-বিমোচন কর্মসূচি শুরুর চিত্রটি ছিল অন্যতম। এতে অভিনয় করেছেন, অলিম্পিক ব্রোঞ্জ পদক বিজয়ী তু হোই খেম এবং "টাচিং চায়না 2021" এর রোল মডেল চেনিস চ্যান ফুই-ইসহ আরো অনেকে।

১৯৯৭ সালের ১ জুলাই হংকং চীনের সার্বভৌমত্বে ফিরে আসার পর থেকে এ দিনটিকে ঘটা করে উদযাপন করে হংকংবাসী। গত পঁচিশ বছর ধরেই, হংকং চীনের মূল ভূখণ্ডের সাথে যৌথ উন্নয়নে পরিপূরক হয়ে কাজ করে যাচ্ছে। মাতৃভূমিতে প্রত্যাবর্তনের ২৫তম বার্ষিকী উপলক্ষে তাই সেখানে চলে মাসব্যাপী বহুমুখী আয়োজন।

প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী।

Share this story on

Messenger Pinterest LinkedIn