বাংলা

আপন আলোয়-৭৪

CMGPublished: 2022-06-24 18:25:28
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আপন আলোয়-৭৪

এ পর্বে অন্তরঙ্গ আলাপনে শিল্পী অভিজিৎ মজুমদার।

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য

২০ বছরে প্রথমবারের মতো অনলাইনে সাংহাই ফ্যাশন উইক

সাংহাই ফ্যাশন উইক। জশ, খ্যাতি আর গ্ল্যামারের এক অপূর্ব সংমিশ্রণ। বিশ্বের নামিদামি সব ব্র্যান্ড আর বিশ্বসেরা মডেলদের আগমনে যেন এক মহাসম্মেলনে পরিণত হয় এ ফ্যাশন উইক। তাইতো বছরজুড়েই এই ফ্যাশন শো'র জন্য সাগ্রহে অপেক্ষা করেনু ফ্যাশনপ্রেমীরা।

চীনের ঐতিহ্যবাহী পোশাক থেকে শুরু করে হালের আধুনিক পোশাকের এক দারুণ উপস্থাপনা দেখা যায় এই ফ্যাশন উইকে। ক্যাটওয়াকের মাধ্যমে বিভিন্ন ব্র্যান্ডের ডিজাইন করা দারুণ সব পোশাক উপস্থাপন করেন মডেলরা।

ছবি: সাংহাই ফ্যাশন উইকে ক্যাটওয়াক করছেন মডেলরা

প্রতিবছর অত্যান্ত জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয় এই ফ্যাশন শো’র। তবে সাংহাইতে করোনার সংক্রমণ পরিস্থিতির কারণ গত ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো অনলাইনে অনুষ্ঠিত হয় এই ফ্যাশন উইক।

সাংহাইতে করোনার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক হলেও কিছুদিন আগেও লকডাউনে ছিলো চীনের ব্যস্ততম এই শহর। লকডাউনের মধ্যে ফ্যাশন উইকের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারেনি অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলো। লকডাউন তুলে নেওয়া হলে স্বল্প প্রস্তুতিতেই অনলাইনে এবারের ফ্যাশন উইক আয়োজনের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

তবে অনলাইনে অনুষ্ঠিত হলেও ফোনের মাধ্যমে সবার কাছে যাওয়ার সুযোগ ভালোভাবেই কাজে লাগিয়েছেন অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলো। ইতিবাচক ফলাফলও পেয়েছেন তারা। অনলাইনেও দারুণ হিট সাংহাই ফ্যাশন উইক। ৩ দিনব্যাপী এই উৎসবে অংশ নেয় বিশ্বের জনপ্রিয় ৪০টি ব্র্যান্ড।

অন্তরঙ্গ আলাপন

স্বরলিপির দাসত্ব নয়, মান্য করেই রবীন্দ্রনাথের গানকে সবার কাছে পৌঁছে দিতে চাই: অভিজিৎ মজুমদার

ছবি: শিল্পী অভিজিৎ মজুমদার।

রবীন্দ্রনাথের গানের বিষয়ে একদল খুব ভয় পান স্বরলিপির কাঠিন্যকে। আরেকদল গান নিয়ে যা খুশি তাই করেন।

আমার ইচ্ছে রবীন্দ্রনাথের গান আসলে যেভাবে গাওয়া উচিত, যেভাবে প্রচারিত হওয়া উচিত সেভাবে আমি- বাংলাদেশ বলুন, কলকাতা বলুন, বিশ্বের সর্বত্র- করতে চাই। এ ক্ষেত্রে আমি স্বরলিপিকে মান্য করে, কিন্তু স্বরলিপির দাসত্ব না করে গানের ভাবটাকে, গানের আসল বক্তব্যকে, রবীন্দ্রনাথ কীভাবে গানটাকে ভাবতেন, সে ভাবনাটাকে আমি সবার কাছে পৌঁছে দিতে চাই।

ছবি: বাংলাদেশের শিল্পী সুকান্ত চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধে গান করেন পশ্চিমবঙ্গের শিল্পী অভিজিৎ মজুমদার

চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে রবীন্দ্রসংগীত নিয়ে নিজের ভাবনার কথা তুলে ধরলেন পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী ও গবেষক; বিশ্বভারতীর পিএইচ ডি স্কলার অভিজিৎ মজুমদার।

জানালেন বাংলাদেশের সংগীতশিল্পী ও গবেষক সুকান্ত চক্রবর্তীর সঙ্গে যৌথভাবে ঠাকুর বাড়ীর গান নিয়ে গবেষণা ও জুটি বেঁধে গান পরিবেশনের কথা।

সিএমজি বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla এবং ইউটিউব লিঙ্ক youtube.com/cmgbangla তে গিয়েও আমাদের অনুষ্ঠান সম্পর্ক জানাতে পারেন আপনার মূল্যায়ন।

পরবর্তী অনুষ্ঠানে আমরা বাংলাদেশ-চীনের সংস্কৃতিক অঙ্গনের আরো কিছু খবর এবং গুণিজনের অন্তরঙ্গ আলাপন নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন।

অনুষ্ঠান পরিকল্পনা ও সাক্ষাৎকার গ্রহণ: মাহমুদ হাশিম

প্রতিবেদন: তানজিদ বসুনিয়া।

অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া।

Share this story on

Messenger Pinterest LinkedIn