বাংলা

আপন আলোয়-৭৩

CMGPublished: 2022-06-17 15:42:30
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এ পর্বে অন্তরঙ্গ আলাপনে স্থপতি মুস্তাফা খালীদ পলাশ।

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য

বেইজিং অপেরা নিয়ে চায়না মিডিয়া গ্রুপের বিশেষ অনুষ্ঠান

বেইজিং অপেরা। অনিন্দ্যসুন্দর উপস্থাপনা, মনোমুগ্ধকর অভিনয়, মোহজাগানিয়া ডায়ালগের পাশাপাশি অ্যাক্রোবেটিক্স আর সুরের মুর্ছনার যেন এক অপরূপ মিশ্রন এই বেইজিং অপেরা।

সৃজনশীলতা আর মৌলিকতার জন্যই দীর্ঘকাল ধরেই দারুণ জনপ্রিয় বেইজিং অপেরা। কিছুদিন আগেও একে বলা হতো পিকিং অপেরা। চীনের ঐতিহ্যবাহী নিদর্শনগুলোর মধ্যে অনেক বড় স্থান দখল করে আছে এই অপেরা।

ছবি: বেইজিং অপেরা পরিবেশন করছেন শিল্পীরা।

সম্প্রতি চীনজুড়ে উদযাপিত হয়েছে সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য দিবস। দিবসটি উপলক্ষে বেইজিং অপেরা নিয়ে বিশেষ অনুষ্ঠান পরিবেশনা বিশ্বের সবচেয়ে বড় মিডিয়া হাউজ চায়না মিডিয়া গ্রুপ। বিশেষ এ দিনে সিএমজির এ বিশেষ অনুষ্ঠান দর্শক মহলেও ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছে।

বেইজিং অপেরা সম্প্রচারের পাশাপাশি বিশ্বব্যাপী এর জনপ্রিয়তা, এই অপেরার সংরক্ষণে উদ্যোগ এবং উত্তরাধিকারের তথ্য তুলে ধরা হয়েছে।

সাংস্কৃতিক গুরুত্বের কারণেই ২০১০ সালে ইউনেস্কো কর্তৃক নির্বস্তুক সাংস্কৃতিক ঐতিহ্য বা ইনট্যানজিবল কালচারাল হেরিটেজের স্বীকৃতি পায় বেইজিং অপেরা।

এদিকে গ্রাজুয়েশন শেষ করে ক্যারিয়ার গড়ার কথা ভাবছেন যারা তাদের কথা মাথায় রেখে বিশেষ অনুষ্ঠান হাতে নিয়েছে চায়না মিডিয়া গ্রুপ। মূলত ফ্রেস গ্রাজুয়েটদের কাঙ্খিত চাকরি পাওয়া আরও সহজতর করতে আয়োজন করা হয়ছে এ অনুষ্ঠানের।

অন্তরঙ্গ আলাপন

ঢাকাকে বাঁচাতে ইউটোপিয়ান কোনো প্ল্যান নয়, মৌলিক পরিবর্তন আবশ্যক: স্থপতি মুস্তাফা খালীদ পলাশ

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn