চীনের ড্রাগনবোট ফেস্টিভ্যাল
ড্রাগনবোট ফেস্টিভ্যাল অংশ নিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ছবি: সিনহুয়া।
ড্রাগনবোট ফেস্টিভ্যাল বা তুয়ান উ চিয়ে উৎসব। এটি চীনের অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অংশ। চীনে অনুষ্ঠিত হয়ে গেল তুয়ান উ চিয়ে বা ড্রাগন বোট ফেস্টিভ্যাল। চীনের একটি ঐতিহ্যবাহী ও অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব এটি।
এ উৎসব উপলক্ষে পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের সিয়ামেন শহরে অনুষ্ঠিত হয়েছে ড্রাগন নৌকাবাইচ প্রতিযোগিতা। দক্ষিণাঞ্চলীয় শহরগুলোতে ড্রাগনবোট ফেস্টিভ্যালের বর্ণাঢ্য কার্যক্রম এক মাসেরও বেশি সময় ধরে চলে।
এই উৎসবকে কেন্দ্র করে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল ম্যাকাওয়ে আন্তর্জাতিক ড্রাগনবোট রেস অনুষ্ঠিত হয়েছে। এতে ছোট বড় ১২২টি দল অংশ নেয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
ম্যাকাও আন্তর্জাতিক ড্রাগনবোট রেস চার দশক ধরে চলছে। সব মিলিয়ে আয়োজনস্থলে সবার অংশ গ্রহণের মাধ্যমে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং প্রতিযোগিতার মাধ্যমে লড়াইয়ের মনোভাব তৈরি করতে শিশুদের নিয়ে আসেন অভিভাবকরাও।
"ড্রাগন লুকানো" এবং "ড্রাগনকে জাগ্রত করা" উভয়ই এ ঐতিহ্যবাহী উৎসবের জন্য তংকুয়ানের স্বতন্ত্র স্থানীয় বৈশিষ্ট্য। চালেরগুড়ার তৈরি ডাম্পলিং এই উৎসবের বিশেষ খাবার হিসেবে পরিচিত।
প্রতি বছর চীনা চান্দ্র ক্যালেন্ডারের পঞ্চম মাসের পঞ্চম দিনে এটি উদযাপিত হয়। এটি বসন্ত উৎসব, সমাধি-সুইপিং ডে এবং মধ্য-শরত উৎসবসহ শীর্ষস্থানীয় ঐতিহ্যবাহী এবং গুরুত্বপূর্ণ চীনা উৎসবগুলোর মধ্যে একটি। এ বছরের ৩ জুন দেশ জুড়ে এই উৎসব উদযাপিত হয়েছে।
প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী