বাংলা

আমাদের জীবনে নজরুল-চর্চা সীমিত হয়ে গেছে: শারমিন সাথী ইসলাম

CMGPublished: 2022-05-27 20:16:55
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ছবি: নজরুলসংগীত শিল্পী শারমিন সাথী ইসলাম

এক.

নজরুলকে নিয়ে আয়োজনও কিন্তু সীমিত- বছরে দু’বার। যার ফলে আমাদের জীবনে নজরুলকে নিয়ে সার্বিক চর্চাটাও সীমিত হয়ে গেছে। হাঁ, নজরুলের গানের চর্চা হচ্ছে, নজরুলকে নিয়ে অনেক কাজ হচ্ছে। কিন্তু নজরুলকে ধারন করে, নজরুলকে নিয়ে এগিয়ে যাওয়া হচ্ছে না।

আমি নিজে নজরুলের গান করি। কতদিন ভেবেছি ওনার প্রবন্ধগুলো পড়ি, অন্য কোনো একটা লেখা পড়ি বা উনি যে জীবনযাপন করে গেছেন; সেটাকে নিজের ভিতরে ধারন করে সেভাবে জীবনযাপন করা- কিন্তু হয় না- আমি নিজেই কিন্তু করি না। কষ্ট হয়, আরেকটু যদি আমাদের জীবনে নজরুলের চর্চাটা বাড়াতে পারতাম!

ছবি: আপন আলোয় ৭০তম পর্ব: অন্তরঙ্গ আলাপনে নজরুলসংগীত শিল্পী শারমিন সাথী ইসলাম

দুই.

একটা চিন্তা মাথায় আছে যে, এখন যেহেতু এটা আমাদের কাছে একটা আন্দোলনের মতোই- নজরুলের সঠিক সুর-বাণী খুঁজে বের করা। এখন এ ক্ষেত্রে আমরা অনেক রিসোর্স পাই। নজরুল ইনস্টিটিউট আমাদের প্রচুর সাহায্য করছে, ইউটিউবে প্রচুর আদি রেকর্ড পাওয়া যায়। সেগুলো যদি আমরা শিখে অন্যদের শেখাই, প্রচার করি- এমন একটা স্বপ্ন আছে আমার।

তা ছাড়া, নজরুলের কিছু গান আছে না একদম স্বপ্নের মতো লাগে- সে গানগুলো যদি গাইতে পারতাম। সেই গানগুলো নিয়ে ভবিষ্যৎ পথ পাড়ি দেওয়ার ইচ্ছে।

১২৩তম নজরুল-জয়ন্তীতে সার্বিক নজরুল-চর্চা নিয়ে খোলামেলা কথা বললেন নন্দিত নজরুলসংগীত শিল্পী ও শিক্ষক শারমিন সাথী ইসলাম। জাতীয় কবির স্মরণাঞ্জলিতে শুনিয়েছেন তাঁর কয়েকটি অনিন্দ্যসুন্দর গান।

সাক্ষাৎকার গ্রহণ, গ্রন্থনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম।

অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া।

Share this story on

Messenger Pinterest LinkedIn