বাংলা

আপন আলোয় ৬৯

CMGPublished: 2022-05-19 20:06:48
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

তবে এই চলচ্চিত্রকে আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে নেওয়া হয়েছে অভিনব উদ্যোগ। ক্যান্টোনিজ অপেরা নিয়ে নির্মিত চলচ্চিত্রে এবার ফোর-কে আল্ট্রা হাই ডেফিনিশন ও প্যানারোমিক সাউন্ড সিস্টেমের ব্যবহার করছে কর্তৃপক্ষ।

সংগীতানুষ্ঠানের জন্য আন্তর্জাতিক পুরষ্কার পেল সিজিটিএন

ছবি: সিজিটিএনের অনুষ্ঠানে অংশ নেয় বিশ্বের বিভিন্ন দেশের শিল্পী ও কলা-কুশলী

চীনা নববর্ষ উপলক্ষে সিজিটিএনের বিশেষ সংগীতানুষ্ঠান ‌''আ মিউজিক্যাল টোস্ট টু ২০২২' বিখ্যাত নিউইয়র্ক ফেস্টিভ্যালস টিভি অ্যান্ড ফিল্ম অ্যাওয়ার্ড জয় করেছে। সিজিটিএনের অই অনুষ্ঠানে অংশ নেয় বিশ্বের বিভিন্ন দেশের শিল্পী ও কলা-কুশলীরা। এ ছাড়াও নববর্ষে সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা জানাতে বিশ্বের ৮টি দেশের তরুণ শিল্পীরা অংশ নেয়।

মোট ৪২টি দেশের প্রতিনিধির ভোটে সেরা নির্বাচিত হয় সিজিটিএনের সংগীতানুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।

অন্তরঙ্গ আলাপন

জেলা-থানা-গ্রামপর্যায়ে গিয়ে কাজ করার স্বপ্ন দেখি: সুকান্ত চক্রবর্তী

এক.

(ছায়ানটে) শিক্ষকতা করতে গিয়ে এ বোধটা তৈরি হলো যে, আমার শেখার জায়গাটায় আরও অনেক গভীরতর সাধনার প্রয়োজন। বাংলাদেশে আমি প্রথিতযশা গুরুদের পেয়েছি, ছায়ানটকে পেয়েছি, সম্মিলন পরিষদকে পেয়েছি। আমার একদল গুণী বন্ধুদের পেয়েছি- যাদের সান্নিধ্য আমাকে খুব উৎসাহিত এবং সংগীতমুখর করে রেখেছিল।

একটা সময় পরে গিয়ে মনে হলো এ সাধনা এবার কলকাতা কিংবা শান্তিনিকেতনমুখী না হলে আমার পক্ষে রবীন্দ্রনাথকে চেনা, রবীন্দ্রনাথকে ধারন করার জন্য যে সাংগীতিকবোধ সেটা তৈরি হবে না।

দুই.

আমরা জানি যে, রবীন্দ্রনাথ সারাজীবনব্যাপী বাঙালিকে একটা অসাম্প্রদায়িক চেতনার দিকে ধাবিত করেছেন। অবিভক্ত বাংলায় যে উৎসবরীতি ছিল, অনুষ্ঠানরীতি ছিল সেগুলোকে ধর্মীয় রীতি থেকে সামাজিক অনুষ্ঠানের দিকে নিয়ে এসেছেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ বেশ কিছু অনুষ্ঠান নতুন করে প্রবর্তন করেছিলেন- যেগুলো বাঙালির জন্য একেবারেই নতুন ছিল। সংগীতের মাধ্যমে রবীন্দ্রনাথ এ অনুষ্ঠানগুলোকে অর্থবহ ও সৌন্দর্যমণ্ডিত করেন। (রবীন্দ্রভারতীতে পিএইচডি পর্যায়ে) আমার গবেষণার মূল বিষয় হচ্ছে রবীন্দ্রনাথের এ সব অনুষ্ঠানসংগীত- তার বিষয়ভাবনা, তার সুরবৈচিত্র এবং বিবর্তন; কীভাবে রবীন্দ্রনাথের আমল থেকে বিবর্তিত হয়ে অনুষ্ঠানগুলো একবিংশ শতকে আমাদের কাছে এসে পৌঁছেছে তার অনুসন্ধান।

ছবি: অভিজিতের সঙ্গে জুটি বেঁধে গান করেন সুকান্ত

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn