জলতরঙ্গে আমরা খুব গভীরে গিয়ে কাজ করার চেষ্টা করছি: জাকির হোসেন তপন
চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত আলাপচারিতায় সংগীতশিল্পী জাকির হোসেন তপন।
এক. আমি যদি বলি আমি সবচেয়ে বেশি কার দ্বারা প্রভাবিত হয়েছি, তাহলে আমাকে বলতেই হবে আমি কখনো তাদের সামনা সামনি দেখিনি। ধরা যাক সাগর সেন, ধরা যাক হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, লতা মঙ্গেশকর, প্রতিমা বন্দ্যোপাধ্যায়- তো এদের গান শুনতে শুনতে মনে হয় এরা আমাদের ঘরের মানুষ।
আমি ভাবতেই পারি না- লতার ওই গানটা ছাড়া আমার জীবন হতে পারে, বা মান্না দের ওই গানটা ছাড়াও আমি বাঁচতে পারি; কিংবা শ্যামল মিত্রের ওই গানটা ছাড়া আমার জীবন এমনই হতে পারে! এদের গান না শুনলে, না গাইলে আমার চলে না।
দুই. জলতরঙ্গ খুব বড় সংগঠন আমি দাবি করবো না। কিন্তু আমরা খুব গভীরে গিয়ে কাজ করার চেষ্টা করছি। আমাদের কাজগুলো বিষয়ভিত্তিক হয়ে থাকে- এটি একটি বৈশিষ্ট্য। যেমন দেশবিভাগ থেকে মুক্তিযুদ্ধ, বাংলা চলচ্চিত্রের গান, সলিল চৌধুরীর জন্মবার্ষিকীর ওপর ভিত্তি করে আমরা অনুষ্ঠান করেছি এবং সেগুলো দারূণভাবে দর্শকনন্দিত হয়েছে।
আরেকটি বিষয়, আমাদের যে একটা সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে- সেটি আমরা যেটুকু হারিয়েছি, ভুলে যাচ্ছি- সেটা যেন মানুষ ভুলে না যায় সেই জায়গাটায়ও কাজ করার চেষ্টা করছে জলতরঙ্গ।
চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের সংগীত-ভাবনা ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে বললেন জলতরঙ্গ সাধারণ সম্পাদক, বিশিষ্ট সংগীতশিল্পী জাকির হোসেন তপন। রবীন্দ্র-নজরুল-সোনালী দিনের মিলিয়ে শুনিয়েছেন বেশ কিছু চমৎকার গান।
সাক্ষাৎকার গ্রহণ, গ্রন্থনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম।
অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া।
গ্রাফিক্স: নাজমুল হক রাইয়ান।
সেট ডিজাইন: হোসনে মোবারক সৌরভ।