নিজের ভিতরে শব্দ থাকলে তবেই আমরা শব্দ করে বলতে পারি: শফিকুল ইসলাম বাহার
চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত আলাপচারিতায় শফিকুল ইসলাম বাহার। ছবি: হোসনে মোবারক সৌরভ
বেতার ব্যক্তিত্ব ও আবৃত্তিশিল্পী শফিকুল ইসলাম বাহার।
৩০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশ বেতারে একাধারে তিনি নন্দিত উপস্থাপক, নাট্যকার, নাট্যশিল্পী, গীতিকার, ঘোষক, সঞ্চালক, সংবাদ পাঠক ও পান্ডুলিপি রচয়িতা।
রেডিও ম্যাগাজিন উত্তরণের উপস্থাপক হিসেবে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। বাংলাদেশ বেতারের হীরক জয়ন্তীতে নির্মিত তথ্যচিত্র ধ্বনির অগ্রপথিকে’র পান্ডুলিপি রচনা তাঁর একটি উল্লেখযোগ্য কাজ।
বাংলাদেশ বেতারে তার অসামান্য কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন এশিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন পুরস্কার। তিন-তিনবার পেয়েছেন মিনা অ্যাওয়ার্ড।
বেতারের পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনেরও তালিকাভুক্ত নাট্যশিল্পী শফিকুল ইসলাম বাহার।
আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক হিসেবেও রয়েছে তাঁর বিশিষ্ট অবস্থান। ২০টির বেশি আবৃত্তির ক্যাসেট ও অ্যালবাম রয়েছে তার।
ছবি: বাংলাদেশ বেতারে সহকর্মীদের সঙ্গে অনুষ্ঠান উপস্থাপনা করছেন শফিকুল ইসলাম বাহার
চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বললেন তাঁর আবৃত্তিভাবনা ও বেতারে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা নিয়ে। বললেন ভালো আবৃত্তিশিল্পী ও উপস্থাপক হতে লেখাপড়া ও সাধনার কোনো বিকল্প নেই।
‘নিজের ভিতরে শব্দ থাকলে তবেই আমরা শব্দ করে বলতে পারি’; ‘কথা যদি হয় সুন্দর কোনো ফুল, তবে উচ্চারণ হলো সেই সুন্দর ফুলের সুন্দর পাপড়ি!’কথায় কথায় বললনে এমন সুন্দর সব কথা! রম্য-আবৃত্তির পাশাপাশি শুনিয়েছেন সিরিয়াস কিছু কবিতাও।
সাক্ষাৎকার গ্রহণ, গ্রন্থনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম।
অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া।