বাংলা

আপন আলোয় ৬২

CMGPublished: 2022-04-01 19:41:52
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এ পর্বে অন্তরঙ্গ আলাপনে নাদিম ইকবাল

অন্তরঙ্গ আলাপন

গল্প পেলেই আমি তার পিছনে ছুটি: নাদিম ইকবাল

চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত আলাপচারিতায় নাদিম ইকবাল। ছবি: তানজিদ বসুনিয়া

নাদিম ইকবাল। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা ও আলোকচিত্রি।

কানাডা প্রবাসী এ নির্মাতা ২০১৬ সালে নির্মিত তার প্রথম চলচ্চিত্র মাদার টাংয়ের জন্য আন্তর্জাতিক অঙ্গনে বিপুল প্রশংসা পেয়েছেন। হলিউড, ডেনভার, কলকাতা ও বার্লিনসহ ৭টি চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে তার অসাধারণ ডকুমেন্টারি ফিল্মটি।

২০১৭ সালে নির্মিত তার ‘বিদ্যাভুবন’ চলচ্চিত্রটিও পেয়েছে আন্তর্জাতিক পুরস্কার। তার আরও দুটি পুরস্কার জয়ী ফিল্ম বিহাইন্ড দ্য স্প্রিং ও স্পিকিং হোম। তার আন্ডার দি শ্যাডো অফ হিমালয়া, মুনস্ট্রাকও প্রশংসিত বোদ্ধামহলে। তার সর্বশেষ তথ্যচিত্র আই উইল নেভার নো- করোনা মহামারির অভিঘাতের এক মর্মস্পর্শী আখ্যান।

ছবি: নির্মাতা নাদিম ইকবালের কয়েকটি চলচ্চিত্রের পোস্টার

প্রবাস জীবনে বাংলাদেশি ডায়াসপোরা কমিউনিটি নিজ ভাষা ও সংস্কৃতি নিয়ে যে সমস্যা ও সঙ্কটের মধ্যে রয়েছেন তার এক নান্দনিক ভাষ্য নাদিম ইকবালের চলচ্চিত্র। একইসঙ্গে তার কাজ বাঙালি কমিউনিটিকে ছাড়িয়ে বিশ্বের সকল ডায়াসপোরা কমিউনিটির আখ্যান হয়ে উঠেছে।

চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নাদিম ইকবাল শুনিয়েছেন তাঁর চলচ্চিত্রকার হয়ে ওঠার গল্প। জানালেন, পরিকল্পনা করে তিনি কিছু করেন না। গল্পের পিছনে ছুটতে ছুটতেই তিনি চলচ্চিত্রকার হয়ে উঠেছেন। শোনালেন তার অসাধারণ সব চলচ্চিত্র নির্মাণের পিছনের চমকপ্রদ গল্প।

প্রিয় বন্ধুরা, আপনাদের মূল্যবান পরামর্শ আমাদের সমৃদ্ধ করবে। চীন আন্তর্জাতিক বেতার-সিআরই বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla আপনার মন্তব্য করতে পারেন।

সিএমজি বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla এবং ইউটিউব লিঙ্ক youtube.com/cmgbangla তে গিয়েও আমাদের অনুষ্ঠান সম্পর্ক জানাতে পারেন আপনার মূল্যায়ন।

পরবর্তী অনুষ্ঠানে আমরা বাংলাদেশ-চীনের সংস্কৃতিক অঙ্গনের আরো কিছু খবর এবং গুণিজনের অন্তরঙ্গ আলাপন নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন।

সাক্ষাৎকার গ্রহণ, গ্রন্থনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম।

অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া।

Share this story on

Messenger Pinterest LinkedIn