বাংলা

আপন আলোয় ৫৮

CMGPublished: 2022-03-04 19:21:39
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এ পর্বে অন্তরঙ্গ আলাপনে থাকছেন: কবি কামাল চৌধুরী

অন্তরঙ্গ আলাপন

‘স্বদেশের জল মাটি’র কবি কামাল চৌধুরী

কবি কামাল চৌধুরী। পুরো নাম ড. কামাল আবদুল নাসের চৌধুরী। ছিলেন ডাকসাইটে আমলা। তথ্যসচিব, শিক্ষাসচিব, জনপ্রশাসন সচিব এবং প্রধানমন্ত্রী কার্যালয়ে মুখ্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির সদস্যসচিব এবং জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন তিনি।

কাব্যপ্রেমি ও সাহিত্যবোদ্ধা মহলে তিনি ‘স্বদেশের জল মাটি’র কবি কামাল চৌধুরী। সত্তরের দশকের অন্যতম প্রধান কবি তিনি।

চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে অন্তরঙ্গ আলাপনে কবি কামাল চৌধুরী। ছবি: তানজিদ বসুনিয়া

১৯৮১ সালে প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ মিছিলের সমান বয়সী- দিয়েই সবার নজর কাড়েন কামাল চৌধুরী। বাংলা, ইংরেজি, হিন্দি মিলিয়ে তাঁর গ্রন্থ সংখ্যা ২৬। যার মধ্যে ১২টি তার মৌলিক গ্রন্থ।

এ সব কাব্যগ্রন্থে কবি কামাল চৌধুরী দেশ, গ্রাম, নাগরিক জীবন, শ্রমিক শ্রেণির জীবন সংগ্রাম এবং সর্বোপরী বাংলাদেশের মুক্তিযুদ্ধের অপূর্ব, সাহসী এক কাব্যভাষ্য রচনা করেছেন।

কাব্যকৃতির জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও একুশে পদকসহ দেশ-বিদেশে অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন কবি কামাল চৌধুরী।

চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বললেন, তার আমলাজীবন ও কাব্যজগতের পরস্পরবিরোধী দুই ধারার সমন্বয়ের কথা। জানালেন সরকারি চাকরিটাও ছিল তার কাছে একটা সেবা; সাধারণ মানুষকে সেবা করা। পাশাপাশি সৃজন জগতের সঙ্গে থাকার আকাঙ্খাও লালন করেছেন সমান গুরুত্বে। বললেন- কবিতায় বাংলাদেশের হৃদয়কে আবিষ্কারের চেষ্টা করেন তিনি। তাঁর কবিতা নিয়ে ড. সাইমন জাকারিয়ার গবেষণাগ্রন্থ ‘কামাল চৌধুরী: স্বদেশের জল মাটি’কে একটি বড় কাজ বলে মনে করেন তিনি।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn