মানুষ ও প্রকৃতি ১৮
যা রয়েছে এবারের পর্বে
১. প্রকৃতির সাহসী সন্তান তুষার চিতা
২. বিপন্ন হর্সশু কাঁকড়ার সংরক্ষণে চীনে বিভিন্ন পদক্ষেপ
নিবিড় সবুজ অরণ্য। পাখির ডানা মেলার শব্দ। নীল আকাশ। দূষণহীন সমুদ্র। আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই ।পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেই নির্মল প্রকৃতি ও জীববৈচিত্র্য।
সুপ্রিয় শ্রোতা মানুষ ও প্রকৃতি অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। এ পর্বে আপনাদের বলবো প্রকৃতির এক সাহসী সুন্দর সন্তান তুষার চিতার গল্প। আরও বলবো বিপন্ন প্রজাতির প্রাণী হর্স শু কাঁকড়ার কথা।
প্রকৃতির সাহসী সন্তান তুষার চিতা
প্রকৃতির এক সাহসী সুন্দর সন্তান তুষার চিতা বা স্নো লেপার্ড। এরা যেমন হিংস্র তেমনি আবার আদুরে। চলুন শোনা যাক তুষার চিতার গল্প।
শ্বেত শুভ্র তুষার বিছিয়ে আছে পাহাড়ের ঢালে। এরই মধ্যে তুষারের রঙের সঙ্গে মিলিয়ে রয়েছে এক সাহসী শিকারী। তার চোখে পড়েছে এক শিকার। নিঃশব্দে গুড়ি মেরে শিকারের দিকে এগিয়ে আসছে সে। ঝাঁপিয়ে পড়লো থাবা মেলে। এই দুর্দান্ত শিকারীর নাম তুষার চিতা বা স্নো লেপার্ড।
তুষার চিতা দেখতে দারুণ সুন্দর। সাদা অথবা ধূসর রঙের ঘন পশমে সারা দেহ ঢাকা। মাথা ও ঘাড়ে কালো ফোটা। লোমশ লম্বা লেজ। মাথাসহ দেহ ৭৫ থেকে ১৫০ সেন্টি মিটার দীর্ঘ হতে পারে। লেজের দৈর্ঘ্য হতে পারে ৮০ থেকে ১০৫ সেন্টিমিটার। পুরুষ চিতার ওজন ৪৫ থেকে ৫৫ কেজি । মেয়ে চিতা একটু ছোট। ৩৫ থেকে ৪৫ কেজি ওজন হয়ে থাকে। ফেলিডি পরিবারের এই প্রাণীর বৈজ্ঞানিক নাম প্যান্থেরা ইউনসিয়া।