বাংলা

দেহঘড়ি পর্ব-১০১

CMGPublished: 2022-12-23 19:05:49
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘দেহঘড়ি’র এ পর্বে থাকছে প্রাকৃতিক উপায়ে রোগ প্রতিরোধ ও নিরাময় নিয়ে আলোচনা ‘ভালো থাকার আছে উপায়’, সাক্ষাৎকারভিত্তিক আয়োজন ‘আপনার ডাক্তার’ এবং খাদ্যের পুষ্টিগুণ নিয়ে আলোচনা ‘কী খাবো, কী খাবো না’।

#ঐতিহ্যবাহী_ চিকিৎসাধারা

অন্ত্র সুস্থ রাখে টিসিএম

ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা ব্যবস্থা বা টিসিএমে অন্ত্রকে দ্বিতীয় মস্তিষ্ক হিসাবে বিবেচনা করা হয়। এর কারণ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মতো অন্ত্রেও প্রচুর পরিমাণে নিউরন ও নিউরোট্রান্সমিটার থাকে। অন্ত্র মস্তিষ্কের সঙ্গে যোগাযোগ করে এবং এর কাজ কেবল খাবার হজমে সীমাবদ্ধ নয়; এর ব্যাপ্তি আরও বেশি। আমাদের মানসিক অবস্থা ও অন্যান্য রোগের জন্যও দায়ী অন্ত্র। টিসিএমে মনে করা হয়, পাকস্থলী ও প্লীহা নিয়েই হজম ব্যবস্থা গঠিত এবং হজম, শোষণ ও শরীরজুড়ে পুষ্টি পরিবহন করার ক্ষমতার কারণে এ দুটিকে শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ বলে মনে করা হয়।

পাকস্থলী-অন্ত্রের চিকিত্সায় টিসিএম কীভাবে কাজ করে?

মানবদেহ থেকে বিষাক্ত পদার্থ দূর করতে এবং এবং দেহকে শক্তিশালী করতে কয়েক শতাব্দী ধরে পেটের ম্যাসেজ ব্যবহৃত হয়ে আসছে। পাকস্থলীর কাজ খাদ্যকে অন্ত্রের দিকে নিয়ে যাওয়া কিন্তু অন্ত্রে যখন ব্লকেজ দেখা দেয়, তখন বাধাপ্রাপ্ত হয়ে খাবার আবার উপরে চলে যায়। এর ফলে অ্যাসিড প্রতিপ্রবাহ, বমি ও বদহজম হয়। এছাড়া অন্ত্রের বাধার কারণে খাদ্য অন্ত্রে আটকে যেতে পারে এবং ‘ছি’ বা জীবনশক্তি প্রবাহে বাধা হতে পারে, যার ফরে পেট বড় ও শক্ত হয়ে যেতে পারে।

পাকস্থলী ও অন্ত্রের টিসিএম চিকিত্সার শিকড় গ্রোথিত ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা পদ্ধতির সেই বিশ্বাসে যাতে মনে করা হয়, ট্রমা ও মানসিক সমস্যাগুলো অন্ত্র-ব্যবস্থার মধ্যেই সঞ্চিত থাকে এবং যখন সেগুলো নিয়ন্ত্রণে রাখা না হয়, তখন বিভিন্ন অসুস্থতা হিসাবে সেগুলো প্রকাশ পায়।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn