বাংলা

কিডনি প্রতিস্থাপনে নতুন মাইলফলক ডা. কামরুলের

CMGPublished: 2022-10-21 19:51:24
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

দেশ-বিদেশে ব্যাপক সুনাম রয়েছে বাংলাদেশের কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কামরুলের। বিনা পারিশ্রমিকে এক হাজার কিডনি প্রতিস্থাপন করে আগেই আলোচনায় এসেছিলেন তিনি। এবার তিনি এক হাজার ২০০ কিডনি প্রতিস্থাপনের মাইলফলক স্পর্শ করলেন।

গেল ১৮ অক্টোবর সন্ধ্যায় সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি-সিকেডি হাসপাতালে এক রোগীর কিডনি প্রতিস্থাপনের মাধ্যমে তিনি এই মাইলফলক স্পর্শ করেন।

হাসপাতাল ও রোগীর পরিবার গণমাধ্যমকে জানিয়েছে, ৪৫ বছর বয়সী রোগী কাউসারের কিডনি বিকল হয়ে পড়ায় তার কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। গেল মঙ্গলবার সন্ধ্যায় অধ্যাপক কামরুলের নেতৃত্বে ১০ জনের বিশেষজ্ঞ চিকিৎসকের টিম কাউসারের দেহে কিডনি প্রতিস্থাপন কার্যক্রম শুরু করেন। রাত ১০টার দিকে এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। রোগীকে কিডনি দান করেছেন তার স্ত্রী।

পরে ডা. অধ্যাপক কামরুল ইসলাম বলেন, কিডনি গ্রহণকারী কাউসার এবং কিডনি দানকারী তার স্ত্রী ভালো আছেন। আল্লাহর রহমতে ১২শতম রোগীর কিডনি প্রতিস্থাপন কার্যক্রম সফল হয়েছে।

কিডনি গ্রহণকারী কাউসারকে পোস্ট অপারেটিভ রুমে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ১০-১২ দিনের মধ্যে তিনি হাসপাতাল ছেড়ে যাবেন বলে আশা করা হচ্ছে।

২০০৭ সালে সফলভাবে কিডনি প্রতিস্থাপনের কাজ শুরু করেন অধ্যাপক কামরুল। একে একে ১২শ’ রোগীর কিডনি প্রতিস্থাপনের নেতৃত্ব দিলেন তিনি।

অভি/রহমান

Share this story on

Messenger Pinterest LinkedIn