বাংলা

অগ্রাধিকার-ভিত্তিতে বয়স্কদের বুস্টার ডোজ দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের-China Radio International

criPublished: 2021-12-03 19:54:31
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

হাবিবুর রহমান অভি: প্রাণঘাতি ভাইরাস করোনায় সংক্রমিত হলে সবচেয়ে বেশি মৃত্যুঝুঁকিতে থাকেন বয়স্করা। বাংলাদেশে টিকার দুই ডোজ নিয়েছেন এমন বয়স্ক জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় নতুন করে টিকার বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

করোনা প্রতিরোধে দুই ডোজের টিকা নিয়েছেন এমন অনেকেরই ছয় মাস পেরিয়ে গেছে। তাদের শরীরের অ্যান্টিবডি অনেকটাই কমে এসেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় বিশ্বব্যাপী করোনার নতুন নতুন ধরনও দেশে সংক্রমণ বাড়ার আশঙ্কা তৈরি করছে। বুস্টার ডোজ প্রসঙ্গে চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে কথা বলেছেন ভাইরাস বিশেষজ্ঞ অধ্যাপক মোশতাক আহমেদ।

অধ্যাপক মোশতাক আহমেদ, ভাইরাস বিশেষজ্ঞ

তিনি বলেন, পর্যাপ্ত বুস্টার ডোজ পাওয়া গেলে সরকারের উচিৎ হবে ১৮ বছর থেকে শুরু করে এর বেশি বয়সীদের টিকা প্রয়োগ করা। তবে প্রথমদিকে অবশ্যই অগ্রাধিকার-ভিত্তিতে বয়স্ক ও জটিল রোগে আক্রান্তদের বুস্টার ডোজের টিকা দিতে হবে।

সম্প্রতি বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গণমাধ্যমকে বলেন, “করোনায় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা ৬০ বছরের বেশি বয়সী নাগরিকদের শিগগিরই বুস্টার ডোজ দেওয়া হবে।”

তবে করোনার নতুন রূপ ওমিক্রন ভাইরাস মোকাবিলায় বুস্টার ডোজ কতটা কার্যকর হবে তা নিয়ে স্পষ্ট ধারণা দেননি ভাইরাস বিশেষজ্ঞরা। তারা বলছেন, টিকা নেওয়া থাকলে অন্তত কমে আসবে মৃত্যুঝুঁকি।

অভি/রহমান

Share this story on

Messenger Pinterest LinkedIn