দেহঘড়ি পর্ব-৪৫-China Radio International
দেহঘড়ি পর্ব-৪৫
‘দেহঘড়ি’র এ পর্বে থাকছে স্বাস্থ্যখাতের একটি প্রতিবেদন, স্বাস্থ্য বুলেটিন, সাক্ষাৎকার-ভিত্তিক আয়োজন ‘আপনার ডাক্তার’, এবং স্বাস্থ্য বিষয়ক ভুল ধারণা নিয়ে আলোচনা ‘ভুলের ভুবনে বাস’।
## স্বাস্থ্য প্রতিবেদন
বাংলাদেশে অ্যান্টিবায়োটিকের অবাধ ব্যবহার: ‘করোনাকালীন ৮০ শতাংশ ব্যবহার হয়েছে অপ্রয়োজনে’
হাবিবুর রহমান অভি:
বাংলাদেশে করোনাভাইরাসের চিকিৎসায় ব্যবহার হওয়া অ্যান্টিবায়োটিকের মধ্যে ৮০ শতাংশই ব্যবহার হয়েছে অপ্রয়োজনে। রাজধানীর মুগদা হাসপাতালে রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর পরিচালিত সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর গণমাধ্যমকে বলেন, “মুগদা হাসপাতালে চলতি বছরের ১ মে থেকে ৩০ জুলাই পর্যন্ত তথ্য সংগ্রহ করা হয়। গবেষণায় দেখা যায়, করোনা চিকিৎসায় হাসপাতালে ভর্তি রোগীদের ক্ষেত্রে ব্যবহার হওয়া ওষুধের ৭০ শতাংশই ছিল অ্যান্টিবায়োটিক। আর আইসিইউতে ভর্তি রোগীদের জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহারের হার ছিল ৮০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত। এসব ওষুধের মধ্যে ‘অ্যাজিথ্রোমাইসিন’ ও ‘সেফ্টরিয়াক্সন’ ব্যবহার হয়েছে ৬৮ দশমিক ৯ শতাংশ।”
গবেষণা বলছে, হাসপাতালে ভর্তির আগে ডাক্তারের পরামর্শ ছাড়াই এসব ওষুধ ব্যবহার করেছেন ৩৩ শতাংশ রোগী।
অ্যান্টিবায়োটিকের এমন যথেচ্ছা ব্যবহার না কমলে করোনার মতো আরেকটি মহামারির আশঙ্কাও ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানটির গবেষকরা।
চিকিৎসায় অ্যান্টিবায়োটিক ব্যবহারে রোগী ও চিকিৎসকসহ এর সঙ্গে সম্পৃক্ত সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
অভি/রহমান
##হেল্থ বুলেটিন
ঢাকার প্রতি ওয়ার্ডে ৩ দিন করে টিকাদান কার্যক্রম শুরু
বাংলাদেশের রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশনের সব ওয়ার্ডে তিন দিন করে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে গত মঙ্গলবার। বিশেষ এই কর্মসূচিতে যাদের নিবন্ধন করা আছে, তাদের পাশাপাশি নিবন্ধন করেননি এমন ব্যক্তিদেরকেও টিকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রধান অধ্যাপক ডা. শামসুল হক।