করোনা ক্যাপসুল ব্যবহারের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর-China Radio International
চীনের মেইনল্যান্ডে ২.৪ বিলিয়নের বেশি ভ্যাকসিন প্রদান
চীনের মূল ভূখন্ডে ২.৪ বিলিয়নের বেশি ডোজ করোনা ভ্যাকসিন প্রদান করা হয়েছে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন বুধবার প্রকাশিত তথ্যে জানিয়েছে যে মঙ্গলবার পর্যন্ত চীনের মেইনল্যান্ডে ২৪০ কোটিরও বেশি ডোজ করোনা ভ্যাকসিন দেয়া হয়েছে।
করোনা সংক্রমণ বাড়ায় জার্মানিতে ক্রিসমাস মার্কেট বন্ধ ঘোষণা
চলতি মৌসুমে করোনাভাইরাসের সংক্রমণের হার বাড়ায় ক্রিসমাস মার্কেটের কেনাবেচা বন্ধ ঘোষণা করা হয়েছে জার্মানির মিউনিখে। মিউনিখের সিটি মেয়র ডিয়েটার রাইটার পাবলিক মার্কেটটি বন্ধের ঘোষণা দিয়ে বলেন, কোভিড মহামারি মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংক্রমণের হার প্রতিনিয়ত বাড়ছে উল্লেখ করে এই অবস্থায় এই বাজারটি চালু রাখা নির্বুদ্ধিতার কাজ হবে বলেও জানান তিনি।