বাংলা

দেহঘড়ি পর্ব-৪৩-China Radio International

criPublished: 2021-11-19 19:33:03
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চিকিৎসকের ব্যবস্থাপত্র নিয়ে গর্ভবতী মা ও গুরুতর করোনা রোগী ছাড়া ১৮ বছরের বেশি বয়সীরা হালকা থেকে মাঝারি ধরনের করোনা সংক্রমণে মলনুপিরাভির ব্যবহার করতে পারবেন বলেও জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

বাংলাদেশে বস্তিবাসীর জন্য বিশেষ টিকাদান শুরু

বাংলাদেশের বস্তিতে বাসকরা নাগরিকদের জন্য বিশেষ টিকাদান কার্যক্রম শুরু করেছে সরকার। এ কার্যক্রমের প্রথম দিন মঙ্গলবার রাজধানীর কড়াইল বস্তির বাসিন্দাদের মধ্যে টিকাদান শুরু হয়। স্বাস্থ্য অধিদফতরের টিকাদান কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক চীন আন্তর্জাতিক বেতারকে জানান, 'রাজধানীর কড়াইলে বস্তিতে বসবাসকারীদের মধ্যে টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। টিকা ক্যাম্পেইনের মাধ্যমে দুই দিন টিকা দেওয়ার কথা রয়েছে।

‘সততা ও স্বচ্ছতা নিশ্চিত করেই করোনার টিকা কেনা হয়েছে’

সততা ও স্বচ্ছতা নিশ্চিত করেই করোনাভাইরাসের টিকা কেনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য আবুল কালাম আজাদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, এখন পর্যন্ত ২১ কোটি ১৭ লাখ ৩০ হাজার ডোজ টিকা কেনা হয়েছে। এর মধ্যে চীন থেকে সবচেয়ে বেশি টিকা কেনা হয়েছে বলে জানান তিনি। মন্ত্রী জানান, চীন থেকে সিনোফার্মের ৭ কোটি ৭০ লাখ ও সিনোভ্যাকের ৭ কোটি ৫১ লাখ ডোজ, ভারত থেকে ৩ কোটি কোভিশিল্ড ও কোভ্যাক্সের আওতায় ২ কোটি ৯৭ লাখ ২০ হাজার ডোজ সিনোফার্মার টিকা সংগ্রহ হয়েছে।

চীনের মেইনল্যান্ডে ২.৪ বিলিয়নের বেশি ভ্যাকসিন প্রদান

চীনের মূল ভূখন্ডে ২.৪ বিলিয়নের বেশি ডোজ করোনা ভ্যাকসিন প্রদান করা হয়েছে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন বুধবার প্রকাশিত তথ্যে জানিয়েছে যে মঙ্গলবার পর্যন্ত চীনের মেইনল্যান্ডে ২৪০ কোটিরও বেশি ডোজ করোনা ভ্যাকসিন দেয়া হয়েছে।

করোনা সংক্রমণ বাড়ায় জার্মানিতে ক্রিসমাস মার্কেট বন্ধ ঘোষণা

চলতি মৌসুমে করোনাভাইরাসের সংক্রমণের হার বাড়ায় ক্রিসমাস মার্কেটের কেনাবেচা বন্ধ ঘোষণা করা হয়েছে জার্মানির মিউনিখে। মিউনিখের সিটি মেয়র ডিয়েটার রাইটার পাবলিক মার্কেটটি বন্ধের ঘোষণা দিয়ে বলেন, কোভিড মহামারি মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংক্রমণের হার প্রতিনিয়ত বাড়ছে উল্লেখ করে এই অবস্থায় এই বাজারটি চালু রাখা নির্বুদ্ধিতার কাজ হবে বলেও জানান তিনি।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn