বাংলা

দেহঘড়ি পর্ব-৪২-China Radio International

criPublished: 2021-11-05 18:24:59
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘দেহঘড়ি’র এ পর্বে থাকছে স্বাস্থ্যখাতের একটি প্রতিবেদন, স্বাস্থ্য বুলেটিন, সাক্ষাৎকার-ভিত্তিক আয়োজন ‘আপনার ডাক্তার’, এবং স্বাস্থ্য বিষয়ক ভুল ধারণা নিয়ে আলোচনা ‘ভুলের ভুবনে বাস’।

## প্রতিবেদন :

মেডিকেল কলেজে পুরোদমে ক্লাস শনিবার থেকে, প্রস্তুত কর্তৃপক্ষ

বাংলাদেশের মেডিকেল কলেজগুলো পুরোদমে ক্লাস চালু করতে যাচ্ছে শনিবার। এক্ষেত্রে সরকারের দেওয়া নির্দেশনাগুলো কলেজ কর্তৃপক্ষ মেনে চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন।

অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন

সশরীরে ক্লাসে অংশ নেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বেশ কয়েকটি প্রস্তাব আমলে নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ বিষয়ে শুক্রবার চীন আন্তর্জাতিক বেতারকে তিনি বলেন, ফ্রন্টলাইনে থাকায় মেডিকেল শিক্ষার্থীরা সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে তুলনামূলক বেশি করোনা ঝুঁকিতে থাকেন। তাই, এ কলেজ কর্তৃপক্ষকে কতগুলো নিদের্শনা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে।

স্বাস্থ্য সুরক্ষার খুঁটিনাটি বিষয়গুলো নজরদারিতে রাখা হবে জানিয়ে অধ্যাপক এনায়েত বলেন, প্রতিমাসে কলেজ কর্তৃপক্ষ এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন জমা দিবে।

এর আগে গেল সেপ্টেম্বর মাসে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন হয় এবং দ্বিতীয় ও চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়। এতদিন সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইনেও ক্লাস নিয়েছেন শিক্ষকরা। তবে ৬ নভেম্বর থেকে সব বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাসে অংশ নেওয়ার দিকে নজর দিচ্ছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

দেশের অন্যতম মেডিকেল কলেজ ডিএমসির অধ্যক্ষ অধ্যাপক ডা. টিটু মিয়া চীন আন্তর্জাতিক বেতারকে জানান, ‘ক্লাসরুমগুলো এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে। শ্রেণীকক্ষে কোন বিষয়ে কতটুকু পড়ানো হবে তারও রোডম্যাপ তৈরী করেছেন মেডিকেল শিক্ষকরা।’

ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণ

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn