দেহঘড়ি পর্ব-৩৯-China Radio International
‘দেহঘড়ি’র এ পর্বে থাকছে স্বাস্থ্যখাতের একটি প্রতিবেদন, স্বাস্থ্য বুলেটিন, সাক্ষাৎকার-ভিত্তিক আয়োজন ‘আপনার ডাক্তার’, এবং খাদ্যের গুণাগুণ নিয়ে আলোচনা ‘কী খাবো, কী খাবো না’।
## প্রতিবেদন
বাংলাদেশে শিশুদের টিকা প্রয়োগ শুরু
করোনাভাইরাসের সংক্রমণ কমিয়ে আনতে বাংলাদেশে শুরু হয়েছে শিশুদের টিকাদান কার্যক্রম।
বৃহস্পতিবার মানিকগঞ্জ জেলায় ১২ থেকে ১৭ বছর বয়সী ১২০ শিক্ষার্থীকে ফাইজার টিকার প্রথম ডোজ দেওয়ার মধ্য দিয়ে এই কর্মসূচী শুরু হয়। এসব শিক্ষার্থীকে আগামী কিছদিন রাখা হবে পর্যবেক্ষণে।
বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।
তিনি জানান, “ আপাতত পরীক্ষামূলকভাবে শিশুদের টিকা প্রয়োগ করা হচ্ছে। আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেই তাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এছাড়া আলাদা টিকা কেন্দ্র তৈরি করা হবে শিশু-কিশোরদের জন্য।”
স্বাস্থ্য মহাপরিচালক বলেন, ‘ইতোমধ্যে ২১টি কেন্দ্র ঠিক করা হয়েছে। এটি চাইলে সব জায়গায় দেওয়া সম্ভব নয়। কারণ, ফাইজারের টিকা সংরক্ষণের জন্য সারাদেশে ওরকম সুযোগ সুবিধা নেই।”
কোন কোন জেলায় এই টিকা কার্যক্রম শুরু হচ্ছে জানতে চাইলে স্বাস্থ্যের ডিজি বলেন, জেলা ও সিটি করপোরেশনগুলোর যেখানে টিকা সংরক্ষণের সুবিধা আছে, আপাতত সেখানেই দেওয়া হবে। বাকিগুলোতে পর্যায়ক্রমে দেওয়া হবে। - অভি/রহমান
##হেল্থ বুলেটিন
বাংলাদেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে
তিন সপ্তাহ ধরে করোনা সংক্রমণ ৫ শতাংশের নিচে থাকায় বাংলাদেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এসেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্বস্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী কোনো দেশে সংক্রমণ দু সপ্তাহের বেশি ৫ শতাংশের নিচে থাকলেই করোনা নিয়ন্ত্রণে রয়েছে বলে গণ্য করা হয়। আর গেল ৮ দিনে সংক্রমণ ৩ শতাংশের নিচে রয়েছে।