দেহঘড়ি পর্ব-২৪-China Radio International
‘দেহঘড়ি’র এ পর্বে রয়েছে স্বাস্থ্যখাতের একটি প্রতিবেদন, স্বাস্থ্য বুলেটিন, স্বাস্থ্য বিষয়ক ভুল ধারণা নিয়ে আলোচনা ‘ভুলের ভূবনে বাস’ সাক্ষাৎকারভিত্তিক আয়োজন ‘আপনার ডাক্তার’ এবং খাদ্যের গুণাগুণ নিয়ে আলোচনা ‘কী খাবো, কী খাবো না’।
## প্রতিবেদন
৭ দিনের ব্যবধানে বাংলাদেশে মৃত্যু বেড়েছে ৫০ শতাংশ
বাংলাদেশে এক সপ্তাহের ব্যবধানে করোনায় আক্রান্ত নতুন রোগী বেড়েছে ৫০ শতাংশের বেশি। মৃত্যুও ঊর্ধ্বমুখী। পরিস্থিতির এমন অবনতির কারণ হিসেবে বিশেষজ্ঞরা ভারতীয় ডেলটা ভেরিয়েন্টের দ্রুত সংক্রমণ প্রবণতার কথা বলেছেন। আরও জানাচ্ছেন হাবিবুর রহমান অভি।
বাংলাদেশে এখন পর্যন্ত যে সাড়ে ৯ লাখ করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে তার মধ্যে প্রায় ৫০ হাজারই শনাক্ত হয়েছে গেল সপ্তাহে। এখন প্রতিদিন গড়ে প্রায় ৭ হাজার রোগী শনাক্ত হচ্ছে, মারা যাচ্ছে প্রায় দেড় শ মানুষ। সরকারি হিসেবেই, বাংলাদেশে করোনায় মারা যাওয়া মানুষের সংখ্যা ১৫ হাজার ছুঁইছুঁই। কিন্তু হঠ্যাৎ করেই করোনা সংক্রমণের এই উর্ধ্বমুখি প্রবণতা কেন? ভাইরাস বিশেষজ্ঞ অধ্যাপক মোস্তাক আহমেদ বলেন, সীমান্তবর্তী জেলাগুলোতে ৬০ থেকে ৭০ শতাংশ আক্রান্ত শনাক্তের হারের মধ্যেই এর উত্তর রয়েছে।
ছবি: অধ্যাপক মোশতাক আহমেদ, ভাইরাস বিশেষজ্ঞ।
এমন অবস্থায় সরকারঘোষিত কঠোর লকডাউনকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশের রোগ নিয়ন্ত্রণ বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের পরামর্শক অধ্যাপক মুশতাক হোসেন। তিনি মনে করেন, এর সুফল পেতে উদ্যোগী হতে হবে জনগণকেও।
ছবি: অধ্যাপক মুশতাক হোসেন, পরামর্শক, আইইডিসিআর।