দূর করুন ত্বক নিয়ে যত ভুল ধারণা-China Radio International
ভিটামিন ই কি দাগ দূর করে?
অনেকেই ত্বকের দাগ দূর করতে ভিটামিন ই-সমৃদ্ধ ক্রিম বা ক্যাপসুল ব্যবহার করেন। তবে এটা সত্যি কাজ করে - পরীক্ষা-নিরীক্ষায় এমন কোনও সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। ত্বকের দাগ দূর করার অনেকগুলো উপায় আছে, যার মধ্যে অন্যতম লেজার চিকিৎসা। তবে এ ব্যাপারে নিজেরা সিদ্ধান্ত না নিয়ে একজন ডারমেটোলোজিস্ট বা চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিৎ।
মাথার ত্বকে ম্যাসাজ করলে কি টাকপড়া বন্ধ হয়?
টাকপড়া বন্ধ করতে অনেকে মাথার ত্বকে নিয়মিত ম্যাসাজ বা মালিশ করেন। কিন্তু এর পক্ষে কোনও প্রমাণ নেই। তাই টাকপড়ার লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিৎ। - রহমান