ব্ল্যাক, হোয়াইটের পর এবার ভারতে ইয়েলো ফাঙ্গাস-China Radio International
করোনাভাইরাস মহামারির মধ্যেই ভারতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ছত্রাকজনিত রোগ। গত কয়েক দিন ধরে ভারত ভুগছে ব্ল্যাক ও হোয়াইট ফাঙ্গাসে। তবে ব্ল্যাক ও হোয়াইট ফাঙ্গাসের পর এবার দেশটির উত্তর প্রদেশে ইয়েলো ফাঙ্গাসে আক্রান্ত এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। এটি আরও বেশি বিপজ্জনক বলে ধারণা করছেন ভাইরাস বিশেষজ্ঞরা। ধারণা করা হচ্ছে, রোগীর আশেপাশে অপরিচ্ছন্ন পরিবেশ থেকে এই সংক্রমণ ছড়িয়েছে। শারীরিক ক্লান্তি, ধীরে ধীরে ওজন কমতে থাকা, ক্ষুধা কমে যাওয়া বা একেবারেই না থাকা, সংক্রমণ বেশি হলে ক্ষতস্থান থেকে পুঁজ বের হওয়া ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার লক্ষণ।
বিশেষজ্ঞরা বলছেন, হলুদ ছত্রাক শরীরে বাসা বাঁধার অন্যতম কারণ হতে পারে বাসি খাবার খাওয়া। চিকিৎসকদের ভাষ্য শরীরের ভেতরে বেশি ক্ষতের সৃষ্টি করায় ইয়েলো ফাঙ্গাস সংক্রমণে মৃত্যুহার অনেক বেশি।