বাংলা

বাংলাদেশে চীনা টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু ২৫ মে-China Radio International

criPublished: 2021-05-21 18:56:48
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বাংলাদেশকে চীনের উপহার হিসাবে দেওয়া সিনোফার্মের করোনার টিকা ২৫ মে থেকে প্রয়োগ শুরু করবে সরকার। কিন্তু পুরোদমে এ টিকা দেওয়া শুরু হবে এর এক সপ্তাহ পর। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

ছবি: জাহিদ মালেক, বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী

যেহেতু নতুন টিকা, তাই ২৫ মে বাংলাদেশের কয়েকটি কেন্দ্রে অল্প কয়েকজনকে টিকা দিয়ে তাদেরকে পর্যবেক্ষণে রাখা হবে। সরকারের গুরুত্বপূর্ণ অনেকে অবশ্য মনে করছেন, যেহেতু চীনের টিকা দিয়ে বিশ্বব্যাপী পরিচালিত গণটিকাদান কার্যক্রমে তেমন কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি, সেকারণে বাংলাদেশেও কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেবে না। পররাষ্টমন্ত্রী এ কে আব্দুল মোমেন সম্প্রতি এক অনুষ্ঠানে বিষয়টি নিয়ে কথা বলেন।

ছবি: ড. এ কে আব্দুল মোমেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

টিকা ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মূলত তিন শ্রেণির মানুষ সিনোফার্মের টিকা পাবেন। প্রথমত পাবেন মেডিকেল শিক্ষার্থীরা। এছাড়া বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিক এ টিকা পাবেন। এরপর অগ্রাধিকারভিত্তিতে সম্মুখসারির করোনাযোদ্ধাদের টিকা দেওয়া হবে। - অভি/রহমান

Share this story on

Messenger Pinterest LinkedIn