বাংলা

দেহঘড়ি পর্ব-১৪-China Radio International

criPublished: 2021-04-23 22:18:38
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘দেহঘড়ি’র এ পর্বে রয়েছে স্বাস্থ্যখাতের একটি প্রতিবেদন, সপ্তাহের গুরুত্বপূর্ণ সংবাদসংকলন ‘স্বাস্থ্য বুলেটিন’, স্বাস্থ্য বিষয়ক নানা ভুল ধারণা নিয়ে আয়োজন ‘ভুলের ভুবনে বাস’, সাক্ষাৎকারভিত্তিক আয়োজন ‘আপনার ডাক্তার’ এবং খাদ্যের গুণাগুণ নিয়ে আয়োজন ‘কী খাবো কী খাবো না’।

##সুখবর

করোনা রোগীদের জন্য চালু হলো ‘অক্সিজেন ব্যাংক’

করোনা রোগীদের জন্য চালু হলো ‘অক্সিজেন ব্যাংক’। কোভিড আক্রান্ত ও শ্বাসকষ্ট আছে এমন ব্যক্তিরা এই ‘অক্সিজেন ব্যাংক’ ব্যবহার করতে পারবেন। ‘ব্লাড কানেকশন’ নামের এক স্বেচ্ছাসেবী সংগঠন নিয়েছে এ উদ্যোগ।

অতিমারীতে রূপ নেওয়া করোভাইরাসে আক্রান্ত হওয়ার পরও হাসপাতালে ভর্তি হতে না পারলে, কিছু নিয়ম মেনে সহজেই অক্সিজেন সিলিন্ডার পাওয়ায় যাবে এই ব্যাংক থেকে, যা বাসায় নিয়ে ব্যবহার করতে পারবেন করোনা রোগীরা।

অক্সিজেন ব্যাংক ব্যবহার ও আবেদনের কিছু নিয়ম নির্ধারণ করা হয়েছে। জানিয়ে দিচ্ছি সেগুলো ।

১. শুরুতেই পূরণ করতে হবে ব্লাড কানেকশনের গুগল ফরম।

২. রোগীর অক্সিজেন সাপোর্টের জন্য প্রয়োজন হবে চিকিৎসকের প্রেসক্রিপশন।

৩. দেখাতে হবে রোগীর জাতীয় পরিচয়পত্র ও বিদ্যুৎ বিলের ফটোকপি।

৪. এরপর রাজধানীর কল্যাণপুরে ব্লাড কানেকশনের প্রধান কার্যালয় থেকে গ্যাসভর্তি সিলিন্ডার নেওয়া যাবে।

ব্লাড কানেকশন গ্রুপের ফেসবুক পেজ ও হটলাইনে যোগাযোগ করে এই সেবা নিতে পারবেন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা।

সংগঠনটির এই উদ্যোগের প্রশংসা করেছেন অনেকে । অক্সিজেন সাপোর্ট নিয়ে বড় পরিসরে কাজ করার জন্য সরকার ও বিশিষ্টজনদের এরকম উদ্যোগের পাশে দাঁড়ানোর বিশেষ আহবান জানিয়েছেন স্বাস্থ্যবিদরা।- হাবিবুর রহমান অভি/রহমান

##হেল্থ বুলেটিন

বাংলাদেশে লকডাউন বেড়েছে আরও সপ্তাহ

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। ফলে এই লকডাউন চলবে আগামী ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত।

লকডাউনের এ সময়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও গণপরিবহন বন্ধ থাকবে। এই সময়ে ব্যবসা-বাণিজ্য সঙ্কুচিত হলেও অর্থনীতি সচল রাখতে চায় সরকার। এই কারণে লকডাউনে জরুরি সেবা প্রতিষ্ঠানের পাশাপাশি খোলা রয়েছে শিল্প-কারখানা। সীমিত পরিসরে দেওয়া হচ্ছে ব্যাংকিং সেবা।

বাংলাদেশে টিকা নিয়েছেন প্রায় ৭৬ লাখ মানুষ

বাংলাদেশে এ পর্যন্ত করোনা টিকার ১ম ডোজ নিয়েছেন ৫৭ লাখ ৬২ হাজার মানুষ আর দ্বিতীয় ডোজ ১৮ লাখ ১৬ হাজার মানুষ। সব মিলিয়ে গণটিকাদান কার্যক্রম শুরু পর থেকে বাংলাদেশে করোনার টিকা নিয়েছেন ৭৬ লাখ মানুষ। প্রতিদিনই টিকা নিচ্ছেন সরকারের উচ্চপদস্ত কর্মকর্তাসহ দেশের বিশিষ্টজনেরা।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn