বাংলা

স্বাস্থ্যখাতের বিশেষ প্রতিবেদন: আসছে মাসেই কমতে পারে করোনার ঝুঁকি-China Radio International

criPublished: 2021-04-16 18:32:24
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বাংলাদেশে চলমান করোনা পরিস্থিতি আগামী এক মাসের মধ্যে কিছুটা স্বাভাবিক হবে বলে ধারণা করছেন ভাইরাস বিশেষজ্ঞরা। এর কারণ হিসেবে তারা বলছেন বাংলাদেশে করোনাভাইরাসের যে ধরন রয়েছে সেটি রূপ পরিবর্তন করতে শুরু করেছে।

ভাইরাস বিশেষজ্ঞ অধ্যাপক মোস্তাক আহমেদ চীন আন্তর্জাতিক বেতারকে বলেন, করোনাভাইরাসের রূপ পরিবর্তন সম্পন্ন হলে এর শক্তি কিছুটা সীমিত হবে। তখন সংক্রমণও নিম্নমুখী হবে। এজন্য এক মাসের মতো সময় লাগতে পারে বলে জানান তিনি।

বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের ঊর্ধ্বগতি চরমে পৌঁছেছে। বাংলা নববর্ষের প্রথম দিনেই সর্বোচ্চ ৯৬ জনের মৃত্যুর খবর আসে গণমাধ্যমে। সব মিলিয়ে গেল এক সপ্তাহে করোনায় প্রতিদিন গড়ে মৃত্যু হয়েছে ৭০ জনেরও বেশি মানুষের।

আইইডিসিআরের পরামর্শক মুশতাক হোসেন

সরকারের রোগ নিয়ন্ত্রণ বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের পরামর্শক মুশতাক হোসেন বলেন, প্রতিদিন এত মৃত্যুর খবর আসার পরও মানুষজন এখনো সচেতন না। কোনরকম স্বাস্থ্যবিধি না মেনেই বাজার, রাস্তাঘাট ও বাইরে ঘোরাফেরা করছে তারা। সংক্রমণ নিয়ন্ত্রণে আনার জন্য সরকারের পাশাপাশি জনগণকেও বড় ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।

Share this story on

Messenger Pinterest LinkedIn