বাংলা

দেহঘড়ি পর্ব-১৩-China Radio International

criPublished: 2021-04-16 18:29:40
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘দেহঘড়ি’র এ পর্বে রয়েছে স্বাস্থ্যখাতের একটি প্রতিবেদন, সপ্তাহের গুরুত্বপূর্ণ সংবাদসংকলন ‘স্বাস্থ্য বুলেটিন’, স্বাস্থ্য বিষয়ক নানা ভুল ধারণা নিয়ে আয়োজন ‘ভুলের ভুবনে বাস’, সাক্ষাত্কারভিত্তিক আয়োজন ‘আপনার ডাক্তার’ এবং খাদ্যের গুণাগুণ নিয়ে আয়োজন ‘কী খাবো কী খাবো না’।

১। স্বাস্থ্যখাতের বিশেষ প্রতিবেদন: আসছে মাসেই কমতে পারে করোনার ঝুঁকি

২। হেল্‌থ বুলেটিন: বাংলাদেশে কড়া লকডাউন শুরু ইত্যাদি

৩। ভুলের ভূবনে বাস: বিষণ্ণতা সম্পর্কে এগুলো সবই ভুল ধারণা

৪। আপনার ডাক্তার: ডা. ফ্লোরিডা ঢাকা মেডিকেল কলেজের সহকারি একজন অধ্যাপক

#হেল্‌থ বুলেটিন#

বাংলাদেশে কড়া লকডাউন শুরু

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে ‘কড়া লকডাউন’ শুরু হয়েছে। আজ ভোর ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন চলার কথা আগামী ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত।

লকডাউনের চলাকালে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও গণপরিবহন বন্ধ থাকবে। তবে এই সময়ে ব্যবসা-বাণিজ্য সঙ্কুচিত হলেও অর্থনীতি সচল রাখতে চায় সরকার। সে কারণে লকডাউনে জরুরি সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের পাশাপাশি খোলা রয়েছে শিল্প-কারখানা। সীমিত পরিসরে দেওয়া হচ্ছে ব্যাংকিং সেবা।

এদিকে, বাংলাদেশে করোনায় আক্রান্তের হার ও মৃতের সংখ্যা এখনও ঊর্ধ্বমূখী রয়েছে। গত বুধবার করোনায় আক্রান্ত হয়ে রেকর্ড সংখ্যক ৯৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৯৮৭-এ। বুধবার নতুন রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ১৮৫ জন। আর এ পর্যন্ত মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা ৭ লাখ ছাড়িয়ে গেছে।

করোনা সংক্রমণে এখন দুই নম্বরে ভারত

এ পর্বে আজ আমরা কথা বলেছি মেনোপজ বা পিরিয়ড বন্ধ হওয়া নিয়ে। সাধারণত ৪৫ থেকে ৫৫ বছর বয়সে নারীদের পিরিয়ড বন্ধ হয়ে যায়। আবার অপারেশনের মাধ্যমে কোনও নারীর দুটো ওভারি বা ডিম্বাশয় ফেলে দিলেও পিরিয়ড বন্ধ হয়ে যায়। মেনোপজ একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। তবে মনোপজের আগে ও পরে একজন নারীর বিভিন্ন ধরনের শারীরিক পরিবর্তনের অভিজ্ঞতা হতে পারে, যেমন নিদ্রাহীনতা, মানসিক অবসাদ, যৌনতায় অনাগ্রহ ইত্যাদি। এছাড়া মূত্রথলিতে সমস্যাও হতে পারে। বিষয়টি নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে যুক্ত হন স্ত্রী রোগ ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. ফ্লোরিডা রহমান। ডা. ফ্লোরিডা ঢাকা মেডিকেল কলেজের সহকারি একজন অধ্যাপক।

Share this story on

Messenger Pinterest LinkedIn