বাংলা

দাঁতের রোগ নিয়ে যত কুসংস্কার!-China Radio International

criPublished: 2021-04-09 19:17:50
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

দাঁতের কোনও না কোনও সমস্যায় ভুগছেন না এমন মানুষ এখন খুঁজে পাওয়া দুস্কর আমাদের দেশে। তবে দাঁতের রোগ ও চিকিৎসা নিয়ে অনেকেরই রয়েছে ভুল ধারণা ও কুসংস্কার। এমন ভুল ধারণা দাঁতের রোগের চিকিৎসা ক্ষেত্রে অনেক সময় প্রতিবন্ধক হয়, যা পরিণামে খারাপ ফল বয়ে আনে। চলুন জেনে নেওয়া যাক দাঁতের রোগ সম্পর্কে প্রচলিত ভুল ধারণা ও কুসংস্কার সম্পর্কে:

দাঁতের পোকা: বাংলাদেশে এখনও অনেকে বিশ্বাস করেন, দাঁতে ক্ষয় ও ব্যথা হয় পোকা হলে। এটা সম্পূর্ণভাবে ভুল ধারণা। এ ভুল ধারণা বা বিশ্বাসের জন্ম হয়েছে বিভিন্ন কুসংস্কার থেকে। দাঁতের ক্ষয় ও ব্যাথার প্রধান কারণ হলো ডেন্টাল প্লাক। ডেন্টাল প্লাক হলো ব্যাকটেরিয়া বা অন্যান্য জীবাণু থেকে তৈরি এক ধরনের আঠালো পদার্থ। এটি দাঁতের চারপাশে লেগে থাকে। ব্যাকটেরিয়া ছাড়া এতে অন্যান্য অণুজীব, প্রোটিন, গ্লাইকোপ্রোটিন, লিপিড উপাদান, ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম ও ক্লোরাইডের উপস্থিতি পাওয়া যায়।

টুথপেস্ট ও ব্রাশে এনামেল ক্ষয়: বহু মানুষের ধারণা টুথব্রাশ ব্যবহার করলে দাঁত ফাঁকা হয়ে যায় এবং দাঁতের এনামেল ক্ষয় হয়। এ ভুল ধারণার কারণে অনেকে টুথপেস্ট ও ব্রাশ ব্যবহার করেন না। আসলে মুখ ও দাঁত পরিষ্কার করার প্রধান উদ্দেশ্য হলো দাঁতের ফাঁকে আটকে থাকা খাদ্যকণা, এনামেলের ওপর জমে থাকা জীবাণুর প্রলেপ এবং ডেন্টাল ফ্লাক দূর করা। কারণ এসবই দাঁতের বিভিন্ন প্রকার রোগ সৃষ্টি করে। এগুলো দূর করার সবচেয়ে ভালো উপায় টুথপেস্ট বা টুথপাউডার দিয়ে নিয়মিত ব্রাশ করা। দাঁত ব্রাশের জন্য টুথব্রাশ বা মেছওয়াক ব্যবহার করা যায়। তবে টুথব্রাশ ব্যবহার করাই উত্তম। সেইসঙ্গে দিনে অন্তত একবার ডেন্টাল ফ্লস ব্যবহার করা যেতে পারে।

দন্তপাথরে ক্ষতি নেই: আমাদের দেশে অনেকেরই ধারণা, দাঁতে যে পাথর জমে তা ফেলে দিলে দাঁত নড়বড়ে হয়ে যায়। এটি বাস্তবতার একেবারে উল্টো। বাস্তবতা হলো, দাঁতে পাথর জমলে মাড়িকে ধীরে ধীরে ক্ষয় করে ফেলে এবং মারাত্মক মাড়ি রোগ দেখা দেয়। এর ফলে দাঁত ও চোয়ালের মধ্যকার সংযোগ-অস্থি ক্ষয় হয়ে যায় এবং দাঁত নড়তে থাকে। তাই পাথর হলে অবশ্যই তা সম্পূর্ণরূপে পরিষ্কার করে ফেলতে হবে।

দাঁত ফেললে দৃষ্টিশক্তি কমে: অনেকেই মনে করেন, দাঁত ফেলে দিলে দৃষ্টিশক্তি কমে যায়। এমন ধারণার বশবর্তী হয়ে কেউ কেউ অতি প্রয়োজনীয় হলেও দাঁত ফেলতে চান না। এ ধারণার কোনও বাস্তবিক ভিত্তি নেই। একটি রোগাক্রান্ত দাঁত আশপাশের ভালো দাঁতকে নষ্ট করে ফেলতে পারে। তাছাড়া রোগাক্রান্ত দাঁতে থাকা জীবাণু শরীরের রক্তে মিশে গিয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন চোখ, কান, কিডনি বা হৃদপিণ্ডে রোগের সৃষ্টি করতে পারে। তবে দাঁত ফেলে দেওয়া বা রাখার সিদ্ধান্ত নেওয়ার পেশাদারি দক্ষতা কেবল একজন প্রশিক্ষিত দন্তচিকিৎসকের আছে। - রহমান

Share this story on

Messenger Pinterest LinkedIn