বাংলা

দেহঘড়ি পর্ব-১২-China Radio International

criPublished: 2021-04-09 19:14:37
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘দেহঘড়ি’র এ পর্বে রয়েছে স্বাস্থ্যখাতের একটি প্রতিবেদন, সপ্তাহের গুরুত্বপূর্ণ সংবাদসংকলন ‘স্বাস্থ্য বুলেটিন’, স্বাস্থ্য বিষয়ক নানা ভুল ধারণা নিয়ে আয়োজন ‘ভুলের ভুবনে বাস’, প্রাকৃতিকভাবে রোগপ্রতিরোধ ও রোগমুক্তি নিয়ে কথন ‘ভাল থাকার আছে উপায়’, সাক্ষাৎকারভিত্তিক আয়োজন ‘আপনার ডাক্তার’ এবং খাদ্যের গুণাগুণ নিয়ে আয়োজন ‘কী খাবো কী খাবো না’।

##প্রতিবেদন

হাসপাতালে ঠাঁই নেই করোনারোগীরও

বাংলাদেশে ব্যাপক হারে বেড়েছে করোনা সংক্রমণ। হাসপাতালেও রোগীদের চাপ মাত্রারিক্ত। রাজধানীর বেশ কয়েকটি হাসপাতাল ঘুরেও সিট পাচ্ছেন না কোভিড রোগীরাও।

করোনায় ফুসফুসে সংক্রমিত হওয়ার পর বড় ভাই রায়হানকে নিয়ে চারটি হাসপাতাল ঘুরেও জায়গা পাননি মাহমুদুল হক।

৩১ বছর বয়সী আবিদ আজম। বেসরকারি গণমাধ্যম রেডি টুডের সাংবাদিক তিনি। গেল সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয় তার ফুসফস। রাজধানীর হাসপাতালগুলোতে সেবা সংকটের খবর পেয়ে বিকল্প মাধ্যমে চিকিৎসকদের পরামর্শ নিয়েছেন তিনি।

সরকারি বেসরকারি সব রকম হাসপাতালেই সংকটের কথা স্বীকার করছে সরকার।

স্বাস্থ্যবিদরা বলছেন, কঠোরভাবে স্বাস্থ্যবিধি না মানলে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে করোনা পরিস্থিতি। আরও সমস্যায় পড়বে স্বাস্থ্যসেবা গ্রহণকারীরা।

##হেল্‌থ বুলেটিন

করোনার সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়েছে

করোনার সংক্রমণের হার ও মৃত্যুর সংখ্যা ব্যাপকভাবে বাড়ছে বাংলাদেশে৷ গত কয়েকদিন ধরে প্রতিদিন করোনার শনাক্তের সংখ্যা প্রায় ৭ হাজার ও মৃতের সংখ্যা ৫০ উপরে রয়েছে।

লকডাউনে বাংলাদেশ:

করোনার সংক্রমণ ঠেকাতে গত সোমবার (৫ এপ্রিল) থেকে বাংলাদেশে শুরু হয়েছে লকডাউন। তবে ঢিলেঢালাভাবে চলছে লকডাউন। জরুরি কাজের জন্য সীমিত পরিসরে অফিস খোলা রাখা হয়েছে। সংক্রমণ বাড়লেও লকডাউনের তৃতীয় দিনে বুধবার রাজধানীতে শুরু হয় গণপরিবহন চলাচল। এদিকে লকডাউনের মধ্যেও কঠোর স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলা রাখা যাবে বলে জানিয়েছে সরকার।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn