বাংলা

দেহঘড়ি পর্ব-১১-China Radio International

criPublished: 2021-04-02 20:12:46
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

দেহঘড়ি পর্ব-১১

‘দেহঘড়ি’র এ পর্বে রয়েছে স্বাস্থ্যখাত নিয়ে একটি প্রতিবেদন, সপ্তাহের গুরুত্বপূর্ণ সংবাদের সংকলন ‘স্বাস্থ্য বুলেটিন’, প্রাকৃতিকভাবে রোগপ্রতিরোধ ও রোগমুক্তি নিয়ে কথন ‘ভাল থাকার আছে উপায়’, এবং সাক্ষাত্কারভিত্তিক আয়োজন ‘আপনার ডাক্টার’।

##হেল্‌থ বুলেটিন:

১। বাংলাদেশে টিকা নিয়েছেন প্রায় ৫৪ লাখ মানুষ

বাংলাদেশে করোনাভাইরাসের গণটিকাদান কার্যক্রম শুরুর পর থেকে এ পর্যন্ত টিকা নিয়েছেন ৫৩ লাখ ৭১ হাজার মানুষ। শুধু রাজধানী ঢাকাতেই এ পর্যন্ত টিকা গ্রহণ করেছেন ৮ লাখ ৪১ হাজার মানুষ। ভারত থেকে আনা অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়েই সারাদেশে ১ হাজারেরও বেশি কেন্দ্রে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলছে গণটিকা কার্যক্রম। এদিকে টিকা নিতে এ পর্যন্ত নিবন্ধন করেছেন ৬৮ লাখের বেশি মানুষ। আর টিকা নেওয়ার পর বাংলাদেশে এ পর্যন্ত ৯৩৩ জনের দেহে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

২। কোয়ারেন্টিন না মানায় সিলেটে দুই প্রবাসীর কারাদণ্ড

বাংলাদেশের সিলেটে কোয়ারেন্টিন না মানায় দুই ইংল্যান্ড প্রবাসীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের ভ্রাম্যমাণ আদালত। মো. আব্দুন নূর ও আলম হাসান রউফ নামের ওই দুই ব্যক্তিকে মঙ্গলবার রাত ১০টার দিকে সিলেট জেলা কারাগারে প্রেরণ করা হয়। গত ২২ মার্চ তারা ইংল্যান্ড থেকে দেশে ফিরলে তাদেরকে ১৪ দিনের কোয়ারেন্টিনে নগরীর একটি হোটেলে পাঠানো হয়েছিল। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার সম্প্রতি বিদেশফেরদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনসহ ১৮ দফা নির্দেশনা দিয়েছে।

এদিকে বিদেশফেরত যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য এখন পর্যন্ত ২৫টি হোটেল প্রস্তুত করেছে সরকার। হোটেলগুলোতে সাড়ে ৩ হাজার বেডের ব্যবস্থা রয়েছে। তবে প্রতিদিন বিভিন্ন দেশ থেকে সাড়ে ৪ হাজার যাত্রী আসছেন দেশে। এত যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা সম্ভব হচ্ছে না। কোয়ারেন্টিনের জন্য তাই নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ সরকার।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn