বাংলা

দেহঘড়ি পর্ব-১০-China Radio International

criPublished: 2021-03-26 20:05:41
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘দেহঘড়ি’র এ পর্বে রয়েছে স্বাস্থ্যখাত নিয়ে একটি প্রতিবেদন, সপ্তাহের গুরুত্বপূর্ণ সংবাদের সংকলন ‘স্বাস্থ্য বুলেটিন’, প্রাকৃতিকভাবে রোগপ্রতিরোধ ও রোগমুক্তি নিয়ে কথন ‘ভাল থাকার আছে উপায়’, সাক্ষাৎকারভিত্তিক আয়োজন ‘আপনার ডাক্তার’ এবং খাদ্যের গুণাগুণ নিয়ে আয়োজন ‘কী খাবো কী খাবো না’।

##হেল্‌থ বুলেটিন: ৭০টি দেশে টিকা উপহার দিচ্ছে চীন

বিশ্বব্যাপী করোনা মহামারি মোকাবিলায় বড় পরিসরে টিকা সহযোগিতা দেওয়ার পরিকল্পনা নিয়েছে চীন। দেশটির আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার মুখপাত্র তিয়ান লিন জানান, এরইমধ্যে এশিয়ার ২৬টি ও আফ্রিকার ৩৪টি দেশসহ অন্যান্য মহাদেশের বেশিরভাগ দেশেই সুশৃঙ্খলভাবে টিকা পৌঁছে দেওয়া হচ্ছে।

এছাড়াও তিনটি আন্তর্জাতিক সংস্থাকে টিকা উপহার দেওয়ার প্রস্তাব দিয়েছে চীন। এগুলো হলো জাতিসংঘের শান্তিরক্ষা মিশন, আরব লীগ ও আফ্রিকান ইউনিয়ন। টিকার পাশাপাশি ইনজেকশন সামগ্রীও দেওয়া হয়েছে কিছু দেশকে।

তিয়ান লিন জানান, খুব সতর্কতার সাথে পর্যাপ্ত নিরাপত্তার মধ্য দিয়ে দেশগুলোতে নির্ধারিত সময়ের মধ্যেই টিকা পৌঁছে দেওয়া হচ্ছে।

মূলত ওয়ার্ল্ড হেলথ এ্যাসেম্বলিতে দেওয়া চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রতিশ্রতি অনুযায়ী বিশ্বের কম উন্নত ও উন্নয়নশীল দেশগুলোকে টিকা সহযোগিতা দেওয়া হচ্ছে।

মুখপাত্র তিয়েন লিন বলেন, রক্ষাকর্তা হিসেবে নয়, বন্ধু রাষ্ট্র হিসেবে দেশগুলোর বিপদের সময় এগিয়ে এসেছে চীন এবং এসবের সঙ্গে ভূ-রাজনৈতিক কোনও উদ্দেশ্যে নেই।

এতগুলো দেশকে টিকা সহযোগিতা দেওয়ার কারণে চীনের অভ্যন্তরে গণটিকাদান কার্যক্রমের ওপর কোনও প্রভাব পড়বে না - জানিয়ে তিনি বলেন, চীন তার সক্ষমতা অনুযায়ী সবার পাশে দাড়ানোর চেষ্টা করছে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn